অঘোষিত ফাইনালে মাঠে নামছে পাকিস্তান-ইংল্যান্ড
প্রকাশিত: ৩ অক্টোবর ২০২২ ০৫:০৩

নট আউট ডেস্কঃ দীর্ঘ ১৭ বছর পর পাকিস্তান সফর করছে ইংল্যান্ড ক্রিকেট দল। ৭ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দলটির জয় ও পরাজয় সংখ্যা ৩টি করে। সিরিজের ৭ম অর্থাৎ শেষ ম্যাচ রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। কেননা জয়ী দলের অধিনায়ক উচিয়ে ধরবে এই দ্বিপাক্ষিক সিরিজের ট্রফি।
সিরিজ নির্ধারণী ম্যাচে লাহোরে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুই দল। সিরিজ দূর্দান্ত ছন্দে রয়েছেন পাক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। শেষ ম্যাচে অবশ্য ৮৭ রানের ইনিংসে দলের সিরিজ পরাজয় রক্ষা করেছেন ইংলিশ ব্যাটার ফিল সল্ট।
একনজরে দুদলের সম্ভাব্য একাদশ
পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, শান মাসুদ, ইফতিখার আহমেদ, হায়দার আলী, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, আমির জামাল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
ইংল্যান্ড : ফিলিপ সল্ট, অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন ডাকেট, হ্যারি ব্রুক, মঈন আলী (অধিনায়ক), স্যাম ক্যারান, ডেভিড উইলি, আদিল রশিদ, রিসে টপলি, রিচার্ড গ্লিসন/মার্ক উড।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: