ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

এক সূর্যকুমারের কাছেই যেন নস্যি গোটা বাংলাদেশ!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ০৫:২০

দারুণ ছন্দে সূর্যকুমার যাদব। গেটি ইমেজ দারুণ ছন্দে সূর্যকুমার যাদব। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি মানেই ধুম-ধারাক্কা ব্যাটিং আর চার-ছক্কার ফুলঝুরি। দর্শকরাও খেলা দেখতে আসেন চার-ছক্কা দেখতেই। দর্শকদের সেই চাহিদা ব্যাটসম্যানরাও (পড়ুন ব্যাটাররা) মিটিয়ে যাচ্ছেন সর্বাত্মক। যার কারণে টি-টোয়েন্টিকে বলা হয় ব্যাটসম্যানদের খেলা। এখানে বোলাররা বলা যায় অনেকটা অসহায়ও। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নয়া সব নিয়মও যেন ব্যাটসম্যানদের পক্ষেই কথা বলে।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের মৌসুম হওয়ায়, সবগুলো দলই এবছরে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটেই পার করছে ব্যস্ত সময়। অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর্দা উঠতে বাকি নেই সপ্তাহ দুয়েকও। এর মাঝেই নিজেদের ব্যাটে শান দিয়ে রাখছেন তারকা ব্যাটাররা। তবে অন্যদের চাইতে প্রস্তুতিটা বেশ ভালো ভালোই সেরে নিচ্ছেন ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব। ২০২২ সালটা এই ভারতীয় টপ অর্ডার ব্যাটারের যাচ্ছে দুর্দান্ত। 

টি-টোয়েন্টিতে চলতি বছর সর্বোচ্চ রানের মালিক সূর্যকুমার খেলেছেন ২২টি ম্যাচ। যেখানে অবিশ্বাস্য ১৮৫ স্ট্রাইক রেটে এই তারকা করেছেন এখন পর্যন্ত ৭৯৩ রান। দুবাইয়ে এশিয়া কাপ কিংবা ঘরের মাটিতে অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকার মত বড় দল কাউকেই যেন তোয়াক্কা করছেন না এই তারকা ব্যাটার। জস হ্যাজেলউড হোক কিংবা কাগিসো রাবাদা, সবাই যেন সূর্যকুমারের উইলোতে নস্যি। 

এদিকে দারুণ ছন্দে থাকা এই ভারতীয় ব্যাটার একের পর এক গড়ছেন বিশ্বরেকর্ড। গতরাতে (রবিবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছেন ২২ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস৷ তাতেই গড়েছেন বিশ্ব রেকর্ড। এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম হাজার রানের রেকর্ডটি নিজের করে নিয়েছেন সূর্যকুমার। হাজার রানের গণ্ডি টপকাতে এই ভারতীয় তারকার লেগেছে মাত্র ৫৭৩ বল। ভেঙেছেন ৬০৪ বলে করা গ্লেন ম্যাক্সওয়েলের আগের বিশ্ব রেকর্ডটি।

একই সাথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার ইয়ারে, প্রথম ক্রিকেটার হিসেবে সূর্যকুমার হাঁকিয়েছেন পঞ্চাশটি ছক্কা। এর আগের ম্যাচেই সূর্যকুমার  ভেঙেছিলেন মোহাম্মদ রিজওয়ানের করা এক ক্যালেন্ডারে সর্বোচ্চ ৪২টি ছক্কা হাঁকানোর রেকর্ডটি। 

মজার ব্যাপার হচ্ছে এবছরে যেখানে সূর্যকুমার যাদব একাই হাঁকিয়েছেন ৫০ টি ছক্কা, সেখানে চলতি বছর ১২ টি-টোয়েন্টি খেলা গোটা বাংলাদেশ দলের ছক্কার সংখ্যা মোটে ৪৭ টি! এমনকি টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ছক্কার হিসাবে তলানিতেই ঠেকেছে বাংলাদেশের নাম। নেই শীর্ষ ১৫ দলের মধ্যেও।

২০২২ সালে টি-টোয়েন্টিতে সর্বাধিক ২২৯টি ছক্কা হাঁকিয়েছে ভারতীয় ব্যাটাররা। দুইয়ে থাকা ক্যারিবীয় ব্যাটারদের ঝুলিতে রয়েছে ১৪৭টি ছক্কা। তালিকার তিনে অবস্থান করছে ইংলিশরা। তাদের ছক্কার সংখ্যা ১২৬টি।

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷