ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সিদ্ধান্তহীনতায় বিশ্বকাপ দল থেকে বাদ হেটমায়ার

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ১৯:৫৯

শিমরন হেটমায়ার। ছবি সংগৃহীত শিমরন হেটমায়ার। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ উইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়লেনন শিমরন হেটমায়ার। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পেশাদারিত্ব দেখাতে ব্যর্থ এই বাঁহাতি ব্যাটার। ফলে তাকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।  


মূলত পারিবারিক কারনে গত শনিবার দলের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করতে পারেনি হেটমায়ার। সময় নিয়েছিল সোমবার পর্যন্ত। মানবিক দিক বিবেচনায় বোর্ড তা মেনেও নিয়েছে। তবে সোমবার হেটমায়ার জানায় পারিবারিক কারনে এখনই যেতে পারবেন না। এরপরই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

 


ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, ‘ফ্লাইট পাওয়া তো অনেক চ্যালেঞ্জিং ব্যাপার, আজ গায়ানা থেকে তার জন্য একটি আসন পাওয়া গিয়েছিল। মানে দুর্ভাগ্যবশত সে ৫ অক্টোবর মেট্রিকন স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারতো না। আজ সকালে হেটমায়ার ডিরেক্টর অব ক্রিকেটকে জানিয়েছেন, আজ বিকালে নিউ ইয়র্কের ফ্লাইটের জন্য সময়মতো তিনি বিমানবন্দরে পৌঁছাতে পারবেন না।’

 

আরও পড়ুনঃ সিদ্ধান্তহীনতায় বিশ্বকাপ দল থেকে বাদ হেটমায়ার

 

দলে ২৫ বছর বয়সী ব্যাটসম্যানের স্থলাভিষিক্ত হয়েছেন শামারা ব্রুকস। ৩৪ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে ১১ টি-টোয়েন্টি খেলেছেন এবং শিগগিরই অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিতে দেশ ছাড়বেন।

 

ডিরেক্টর অব ক্রিকেট জিমি অ্যাডামস বলেছেন, ‘পারিবারিক কারণে শিমরনের ফ্লাইট শনিবার থেকে সোমবার পরিবর্তন করার সময় আমরা স্পষ্ট করে জানিয়ে দিয়েছিলাম, আবার কোনও কারণে দেরি হলে এবং অস্ট্রেলিয়ায় যেতে সমস্যা থাকলে দলে তার বদলি ঘোষণা ছাড়া আর কোনও পথ নেই। গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইভেন্টের প্রস্তুতির জন্য দলের সমার্থ্যের সঙ্গে আমরা আপস করবো না।’

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷