টেস্ট ক্রিকেটে আর ফিরছেন না মঈন
প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২ ২০:২১

নট আউট ডেস্কঃ টেস্ট ক্রিকেটকে এক প্রকার বিদায় বলে দিলেন মঈন আলী। নিজের বয়স এবং এই সংস্করণে পরিশ্রমের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার। দলটির নতুন কোচ ব্রেন্ডন ম্যাককালাম তাকে দলে চেয়ে কথা বললেও রাজি হননি মঈন।
সোমবার ডেইলি মেইল-এ এক কলামে এই কথা জানান মঈন, ‘বাজের (ম্যাককালাম) সঙ্গে আমার সৎ কথোপকথন হয়েছে। আরেকটি মাসের জন্য হোটেলে আটকে থাকা ও সামর্থ্য অনুযায়ী সেরাটা খেলার মতো অবস্থা নিজের মধ্যে দেখছি না।’
তিনি আরও লিখেছেন, ‘বাজ আমাকে ফোন করেছিল, অনেক লম্বা আলাপ হয়েছে। আমি বলেছি ‘দুঃখিত, আর না।’ সে বুঝেছে এবং অনুভূতি জানে। টেস্ট ক্রিকেট অনেক পরিশ্রমের। আমি ৩৫ এ এবং অন্য কিছু দেওয়ার আছে।’
সিদ্ধান্ত পাল্টে ভোগান্তিতে পড়তে চান না মঈন, ‘আমি আমার ক্রিকেট উপভোগ করতে চাই এবং সিদ্ধান্ত পাল্টে ফেলে আমার সেরাটা দিতে সংগ্রাম করা ঠিক হবে না। আমার ক্যারিয়ারের এই দিকটার দরজা বন্ধ করার সময় এখন। ইংল্যান্ডের জন্য ৬৪ টেস্ট খেলা একটি দারুণ সুযোগ এবং স্বপ্ন পূরণ হয়েছে।’
টেস্ট ক্রিকেটে মঈন আলীর অভিষেক ২০১৪ সালে। ক্যারিয়ারে ৬৪ ম্যাচে রান করেছেন ২৯১৪। এছাড়াও বল হাতে নিয়েছেন ১৯৫ উইকেট।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: