ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

সেপ্টেম্বরের সেরা মোহাম্মদ রিজওয়ান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ০২:০৯

মোহাম্মদ রিজওয়ান। ছবি সংগৃহীত মোহাম্মদ রিজওয়ান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আইসিসির সেপ্টেম্বর মাসে পুরুষ বিভাগে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। এ প্রতিযোগীতায় রিজওয়ানের সঙ্গী ছিলেন ভারতীয় স্পিনার অক্ষর প্যাটেল ও উদীয়মান অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। 

 

ঘরের মাঠে ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারলেও দূর্দান্ত ছিলেন রিজওয়ান। ৬ ম্যাচে ৬৩.২০ গড়ে করেছেন ৩১৬ রান। 

 

টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান গত মাসে দশ ম্যাচ খেলে সাতটি ফিফটি করেন তিনি। হংকং ও ভারতের বিপক্ষে এশিয়া কাপে দুটি সত্তরোর্ধ্ব ইনিংস খেলেন। টুর্নামেন্ট শেষ করেন আরেকটি হাফ সেঞ্চুরিতে।

 

 

রিজওয়ান বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা সবাইকে, যারা আমাকে এই পুরস্কার জিততে সাহায্য করেছে।’

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷