‘তিরস্কার’ দণ্ড পেলেন অ্যারন ফিঞ্চ
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২ ২০:৪৩

নট আউট ডেস্কঃ ক্রিকেট ভদ্র লোকের খেলা হলেও মাঝে মধ্যেই ঘটে অনাকাঙ্খিত ঘটনা। তেমনি এক ঘটনার জন্ম দিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। গত রোববার পার্থে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালীন স্টাম্প মাইক্রোফোনে প্রকাশের অযোগ্য ভাষা ব্যবহার করেছিলেন তিনি। এমন ঘটনাকে হালকাভাবে নেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে অজি নেতাকে।
আইসিসির আচরণবিধির ২.৩ অনুচ্ছেদ লংঘন করেছেন অস্ট্রেলিয়া অধিনায়ক, যা আন্তর্জাতিক ম্যাচে শ্রবণের অযোগ্য ভাষার ব্যবহারের অপরাধ সম্পর্কিত।
ফিঞ্চ অপরাধ স্বীকার করেছেন। তার ডিসিপ্লিনারি রেকর্ডে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসে ফিঞ্চের এটাই প্রথম অপরাধ। চলতি সিরিজের বাকি সময়ে কিংবা আসন্ন বিশ্বকাপে ফের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালে নিষিদ্ধ হতে পারেন তিনি।
নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে কোনও খেলোয়াড় চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সাসপেনশন পয়েন্ট হিসেবে নিষিদ্ধ হবেন খেলোয়াড়।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: