ফের ‘৮’ রানে হার অজিদের, সিরিজ ইংলিশদের
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ০৭:০৬

নট আউট ডেস্কঃ ইংল্যান্ডের বিপক্ষে আবারও তীরে এসে তরী ডুবল স্বাগতিক অস্ট্রেলিয়ার। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮ রানের আক্ষেপে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খুইয়েছে অ্যারন ফিঞ্চের দল। ক্যানবেরায় এদিন আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৮ রান তোলে ইংলিশরা। লক্ষ্য তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৭০ রানের বেশি তুলতে পারেনি অজিরা। এর আগের ম্যাচেও ইংলিশদের দেওয়া ২০৮ রানের জবাবে অজিরা থেমেছিল ২০০ রানে।
এদিন ১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (৪) ও অ্যারন ফিঞ্চের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে দলের হাল ধরেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শ। তবে দলীয় পঞ্চাশ পার করতেই অজিরা হারায় ম্যাক্সওয়েলের উইকেট। এরপর স্টয়নিসকে নিয়ে দলের হাল ধরেন মার্শ। এই জুটিতে চড়ে কক্ষপথে ছিল অজিরা।
স্টয়নিস-মার্শ জুটিতে দ্রুত রান তুলে লক্ষ্যটা সহজ বানিয়ে ফেলে স্বাগতিকরা দলীয় ৯১ রানে স্টয়নিস বিদায় নিলেও, নেমে ঝড় তোলেন টিম ডেভিড। তাতেই হার উঁকিঝুঁকি দিতে থাকে ইংলিশদের৷ মাঝে দারুণ ব্যাট করা মার্শকে (৪৫ রান) ফিরিয়ে ইংলিশদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেন বেন স্টোকস। তবে টিম ডেভিভের ব্যাটে ম্যাচের লাগাম ছুটে যেতে থাকি ইংল্যান্ডের হাত থেকে।
দলীয় ১৪৫ রানের মাথায় ঝড় তোলা টিম ডেভিডকে ফেরান স্যাম কারান। তাতেই ম্যাচে খানিকটা নিয়ন্ত্রণ নেয় ইংলিশরা৷ ফেরান আগে ডেভিড করেন ২৩ বলে ৪০ রান। জয়ের জন্য শেষ তিন ওভারে অজিদের প্রয়োজন ছিল ৩৪ রান। তবে ইংলিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সেই রান রান তুলতে ব্যর্থ হন ওয়েড-কামিন্সরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে স্বাগতিকরা থামে ১৭০ রানে।
৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতল ইংল্যান্ড। দলটির পক্ষে স্যাম কারান একাই নেন তিনটি উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তুলতে পারে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৮২ রান করেন ডেভিড মালান। এছাড়া মঈন আলী করেন ৪৪ রান। অজিদের পক্ষে মার্কাস স্টয়নিস নেন তিনটি উইকেট। অ্যাডাম জাম্পার শিকার দুইটি উইকেট।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: