ঢাকা | মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১

ডি ভিলিয়ার্সের ভারতীয় ভার্সন সূর্যকুমার: স্টেইন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ২২:০৭

সূর্যকুমার যাদব । ছবি সংগৃহীত সূর্যকুমার যাদব । ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ বর্তমান ক্রিকেট দুনিয়ায় যে কয়েকজন ব্যাটারকে সমীহ করতেই হবে তাদের একজন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। মাঠের সব দিকে সমান দক্ষতায় ব্যাট চালাতে পটু এই ডানহাতি ব্যাটারকে ডি ভিলিয়ার্সের ভারতীয় ভার্সন বলে আখ্যা দিয়েছেন ডেল স্টেইন।

সূর্যকুমার প্রসঙ্গে স্টেইন বলেন, 'সে একজন ৩৬০ ডিগ্রি খেলোয়াড় এবং এবি ডি ভিলিয়ার্সের কথা মনে করিয়ে দেয়। সে ডি ভিলিয়ার্সের ভারতীয় সংস্করণ এবং এই মুহূর্তে সে দুর্দান্ত ফর্মে আছে, এই বিশ্বকাপে তার ওপর নজর রাখতে হবে।'

 

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফেভারিট হিসেবেই নাম লিখিয়েছিল ভারত। তবে মরুর বুকের সেই বিশ্ব আসরে ভরাডুবি হয়েছিল তাদের। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় আসন্ন অস্ট্রেলিয়া বিশ্বকাপে শিরোপা জয়ের অন্যতম দাবিদার রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়ায়ব রোহিতের ট্রাম্পকার্ড হতে পারেন ইনফর্ম সূর্যকুমার।

স্টেইন বলেন, 'সে এমন একজন খেলোয়াড় যে, বলের গতি ব্যবহার করতে পছন্দ করে। সে স্কোয়ারের পিছনে খেলতে পছন্দ করে। পার্থ, মেলবোর্নের মতো জায়গার মাঠে একটু বাড়তি গতি আছে। সুতরাং, আপনি সেখানে গতি ব্যবহার করতে পারেন, আপনি ফাইন লেগে খেলতে পারেন, উইকেটের পেছনে খেলতে পারেন এবং মাটিতেও খেলতে পারেন। সে পেছনের পায়েওব যথেষ্ট ভালো খেলে। সবমিলিয়ে সে একজন অলরাউন্ড খেলোয়াড়।'

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷