নেতৃত্ব নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছেন ওয়ার্নার
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২২ ২৩:০৪

নট আউট ডেস্কঃ দীর্ঘ সময় ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার নেতৃত্বে নেই ডেভিড ওয়ার্নার। কারন খুব বেশি মানুষের অজানা থাকার কথা নয়। ২০১৮ সালে বল টেম্পারিং ঘটনার কারনে ক্রিকেটের পাশাপাশি দলের নেতৃত্বেও নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেনে এই অজি ওপেনার। তবে এবার সেই শাস্তি থেকে মুক্তি পেতে যাচ্ছেন তিনি। তার নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
বোর্ড চেয়ারম্যান লাচলান হেন্ডারসন বলেন, "ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে দৃষ্টিভঙ্গি হল যে ডেভিড মাঠে বিশেষভাবে ভাল করছে এবং মাঠের বাইরে দুর্দান্ত অবদান রাখছে,"।
তিনি আরও বলেন, "আমাদের উদ্দেশ্য হল কোডটি যত তাড়াতাড়ি ব্যবহারিক হয় তত দ্রুত পর্যালোচনা করা। এটি দেরি করা আমাদের পক্ষে কারও স্বার্থে নয়।" "ডেভিডের সাথে ভবিষ্যতের নেতৃত্বের কথোপকথনের জন্য এটি সময়মত হবে।"
ওয়ার্নার প্রসঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী বলেন, "খুব সহজ শর্তে, আমরা একটি নির্দিষ্ট সময়ের পরে ভাল আচরণ এবং বৃদ্ধির জন্য পর্যালোচনা করার জন্য নিষেধাজ্ঞাগুলি দেখছি।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: