ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সাকিবের সিংহাসনে সাউদির হানা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২ ০৬:১৫

সাকিব (বাঁয়ে), সাউদি (ডানে)। ফাইল ছবি সাকিব (বাঁয়ে), সাউদি (ডানে)। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বাধিক রানের মালিক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সাবেক টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে টপকে এই রেকর্ডটি নিজের করে নেন বর্তমান অধিনায়ক। তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে অনেক আগেই সর্বাধিক উইকেটের রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন সাকিব৷ যেখানে সাকিবের ধারেকাছেও নেই অন্য টাইগার বোলাররা। বলা যায় বোলিংয়ে একচ্ছত্র আধিপত্য সাকিবেরই।

অবশ্য বাংলাদেশ ক্রিকেট ত বটেই, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবই সর্বাধিক উইকেটের মালিক৷ গেল বছর লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে টপকে এককভাবে টি-টোয়েন্টির সর্বাধিক উইকেট সংগ্রাহক হয়েছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ এক বছর ধরেই সেই সিংহাসন ধরে রেখেছেন তিনি। তবে এবার সাকিবের সিংহাসনে দখল বসিয়েছে কিউই পেসার টিম সাউদি।

ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আজ (শুক্রবার) পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সাকিবকে স্পর্শ করলেন টিম সাউদি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উভয়ের উইকেট সংখ্যা এখন ১২২টি। অন্যদিকে সাকিব-সাউদির গাড়ে নিশ্বাস ফেলছেন আফগান তারকা স্পিনার রশিদ খান। এই লেগির উইকেট সংখ্যা এখন ১১৮টি৷ 

ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের কাছে ফাইনালে হেরেছে টিম সাউদিরা। দল হারলেও এই ম্যাচে সাউদি নিয়েছেন পাক ব্যাটার হায়দার আলীর উইকেট। তাতেই বছরখানেক ধরে ধরা রাখা সাকিবের সিংহাসনে ভাগ বসান তিনি৷ টি-টোয়েন্টিতে এই সাকিব-রশিদরা ছাড়াও একশ'র বেশি উইকেট রয়েছে লাসিথ মালিঙ্গা ও ইশ সোধির৷ ১০৭ উইকেটেই মালিঙ্গার ক্যারিয়ার থমকে গেলেও, ১০৩ উইকেট নিয়ে সাকিব, সাউদি ও রশিদের পেছনেই ছুটছেন এই কিউই লেগি। 

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷