ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

নিরাপত্তার কারণেই পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২২ ০১:৫২

ভারত-পাকিস্তান। ছবি সংগৃহীত ভারত-পাকিস্তান। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বড় আলোচনার জন্ম দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড ও পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না বলে ঘোষণা দেওয়ার কয়েকঘন্টা পরেই পাল্টা হুমকি দিয়েছে পিসিবি। ভারত না গেলে ভারতে বিশ্বকাপ খেলতে আসবে না বলেও জানিয়েছে রমিজ রাজারা। এবার এই প্রসঙ্গে মুখ খুলেছেন  ভারতের ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।

 

স্থানীয় সংবাদমাধ্যমকে অনুরাগ ঠাকুর বলেন, 'পাকিস্তানে খেলতে না যাওয়ার প্রসঙ্গ শুধু মাত্র ক্রিকেটের কারণে নয়। সেখানে নিরাপত্তা নিয়েও দুশ্চিন্তা আছে। তাই এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তাছাড়া ভারতে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে বিশ্বের সব বড় দেশ অংশ নেবে। কারণ, খেলার জগতে ভারতের অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। শুধু ক্রিকেট নয়, আরও অনেক খেলায় ভারতের অবদান অনস্বীকার্য। আগামী বছরের বিশ্বকাপ হবে একটি ঐতিহাসিক আসর। '

 

 

ভারতীয় ক্রীড়া মন্ত্রীর এমন কথা মানতে নিশ্চয়ই নারাজ হবে পিসিবি। কেননা চলতি বছরের শুরুর দিকে সেখানে পূর্ণ নিরাপত্তায় অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আয়োজিত হয়েছিল। এছাড়াও গেল মাসে ইংল্যান্ডও সিরিজ খেলেছে। বিশ্বকাপ শেষে আবারও ইংল্যান্ডের যাওয়ার কথা রয়েছে। 

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷