ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপ ব্যর্থতায় উইন্ডিজ কোচের পদত্যাগের ঘোষণা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২ ১৯:১৮

ফিল সিমন্স। ছবি সংগৃহীত ফিল সিমন্স। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ দুইবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়নরা এবারের আসরে বিদায় নিয়েছে মূলপর্বের আগেই। দলের এমন ব্যর্থতায় পদত্যাগ করেছেন নিকোলাস পুরানদের গুরু ফিল সিমন্স। পদত্যাগের সময় ভক্তদের কাছে চেয়েছেন ক্ষমা। 

 

সোমবার এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এই খবর নিশ্চিত করেছে। আগামী ৩০ নভেম্বর অস্ট্রেলিায় দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেই দায়িত্ব ছাড়বেন সিমন্স।

 

সিমন্স বলেছেন, ‘আমি স্বীকার করছি এটা শুধু দলের নয়, আমাদের গর্বিত জাতির জন্যও কষ্টের। এটা হতাশার এবং হৃদয়ে আঘাত করার মতো। আমরা যথেষ্ট ভালো ছিলাম না। এখন আমাদের মাঠের বাইরে বসে থেকে একটা টুর্নামেন্ট দেখতে হবে। এটা অগ্রহণযোগ্য এবং এজন্য আমি আমাদের ভক্ত ও অনুসারীদের কাছে অন্তর থেকে ক্ষমা চাইছি।’

 

নিজের প্রথম দায়িত্বে ২০১৬ বিশ্বকাপে দলকে চ্যাম্পিয়ন করেছিল সিমন্স। তবে গতবছরের মত এবছরেও শতভাগ ব্যর্থ তার দল। তরুণদের উপর আস্থা রেখেই হয়তো বড় ভুল করেছেন তিনি। যদিও গতবারও সব তারকা ক্রিকেটারদের নিয়েও কাজ হয়নি। 

 

সিডব্লিউআই প্রেসিডেন্ট রিকি স্কেরিট বলেছেন, ‘সিডব্লিউআইয়ের পক্ষ থেকে আমি ফিলকে প্রধান কোচ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি তার নিবেদন ও পরিশ্রমের জন্য ধন্যবাদ জানাই। ভবিষ্যতের জন্য জানাই শুভকামনা।’

 

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷