সেরা দশে ফিরলেন কোহলি
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২ ০৫:১০

নট আউট ডেস্কঃ পুরো ক্রিকেট দুনিয়াকে যে কয়েকজন শাসন করেছে তাদের একজন বিরাট কোহলি। তবে মাঝের খারাপ সময়ে শোষিত হয়েছেন নানা ভাবে। খারাপ সময় কাটিয়ে উঠে ছন্দে ফিরছেন তিনি। টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সেরা দশ থেকে ছিটকে যাওয়া কোহলি ফিরেছেন সেরা দশে। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বর্তমানে কোহলির অবস্থান ০৯।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা প্রথম ম্যাচেই কোহলি শতভাগ নিংড়ে দিয়ে দলের জয় নিশ্চিত করেছে। পাকিস্তানের বিপক্ষে ৫৩ বলে ৮২ রানের ইনিংস দীর্ঘদিন মনে রাখবে ক্রিকেট দুনিয়া। মনে রাখতে বাধ্য করার মতই কাজ করেছিলেন গেল রোববার।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে ১ নম্বর জায়গা ধরে রেখেছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান (৮৪৯ রেটিং পয়েন্ট)। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলে দুইয়ে উঠে এসেছেন ডেভন কনওয়ে (৮৩১ পয়েন্ট)। তিনে ভারতীয় সূর্যকুমার যাদব (৮২৮ পয়েন্ট)। ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক পাওয়া বাবর আজম আছেন চারে (৭৯৯ পয়েন্ট)।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: