ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ধর্ষণ মামলায় কারাগারে লামিচানে, হতে পারে ১২ বছরের কারাদণ্ড!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২ ২১:১৬

সন্দীপ লামিচানে। ছবি সংগৃহীত সন্দীপ লামিচানে। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ধর্ষণ মামলার শুনানি শেষে লামিচানেকে কারাগারে পাঠিয়েছেন নেপালের একটি আদালত। রায় না হওয়া পর্যন্ত থাকতে হবে কারাগারে। অভিযোগ প্রমাণিত হতে ১০-১২ বছরের জেল হতে পারে নেপালের সাবেক এই অধিনায়কের। 

 

নেপালের কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, মঙ্গলবার থেকে টানা চার দিন বাদী ও বিবাদীপক্ষের বক্তব্য শুনেছেন আদালত। শুনানি শেষে আজ বিচারক মাধব প্রসাদ ঘিমিরের আদালত লামিচানেকে কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

শুনানি শেষে আসা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন লামিচানে। তবে আপাতত কারাগারে থেকেই মামলা লড়তে হবে জানিয়েছেন আদালতের তথ্য কর্মকর্তা। 

 

গত সোমবার কাঠমান্ডু ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় লামিচানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। অভিযোগপত্রে ২২ বছর বয়সী এই ক্রিকেটারের বিরুদ্ধে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷