আইসিসির মাসের সেরা বিরাট কোহলি
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২২ ০২:৪৫

নট আউট ডেস্কঃ দীর্ঘ কয়েক মাস পর আইসিসির মাস সেরা হওয়ার লড়াইয়ে নাম এসেছিল বিরাট কোহলির। কোহলির সাথে এই লড়াইয়ে ছিলেন ডেভিড মিলার ও সিকান্দার রাজা। তাদের দুজনকে ছাপিয়ে অক্টোবরের সেরা ক্রিকেটার হয়েছেন বিরাট কোহলি।
গত মাসে চার টি-টোয়েন্টি ইনিংসে প্রায় ১৫০ স্ট্রাইকরেটে ২০৫ রান করেছেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে একাই পাকিস্তানের কবল থেকে দলকে রক্ষা করেছিলেন তিনি।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বড় ভরসা কোহলি। হারানো ছন্দ ভালোভাবেই ফিরে পেয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ৫৩ বলে ৮২ রানের ইনিংসের পর নেদারল্যান্ডসের বিপক্ষে করেছেন ৪৪ বলে ৬২ রান।
বিশ্বকাপ শুরুর আগে থেকে দারুণ সময় কাটিয়েছে কোহলি। ঘরের মাঠে (গৌহাটি) সাউথ আফ্রিকার বিপক্ষে ২৮ বলে ৪৯ রানের অপরাজিত এক ইনিংস খেলেছেন সাবেক এই অধিনায়ক।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: