নেহরাকে সহকারী কোচ হিসেবে চাওয়া হরভজনের
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২২ ২১:১২

নট আউট ডেস্কঃ নিজের ক্রিকেট ক্যারিয়ারে যেমন সফল, তেমনি কোচিং ক্যারিয়ারে দ্বিপাক্ষিক সিরিজে সফল ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়। তবে ব্যর্থতার ষোলকলা পূর্ণ হচ্ছে বৈশ্বিক আসরে। এশিয়া কাপে হয়নি ট্রফি জয়, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও শেষটা হয়েছে লজ্জাজনক। এরপরই কথা উঠেছে তার কোচিং নিয়ে। ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং অবশ্য দ্রাবিড়কে বাদ দেওয়ার পক্ষে নয়। তবে সহযোগী হিসেবে আশিষ নেহরাকে চাওয়া ভারতের সাবেক এই স্পিনারের।
ইন্ডিয়া টুডেকে হরভজন বলেন, ‘টিম ম্যানেজমেন্টে আমি পরিবর্তন দেখতে চাই। এমন কাউকে এখানে আনা দরকার, যিনি সম্প্রতি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। টি–টোয়েন্টি ক্রিকেটটা যিনি খুব ভালো বোঝেন। রাহুল দ্রাবিড়ের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি এ কথা বলছি। তিনি আমার সতীর্থ, আমরা একসঙ্গে অনেক বছর খেলেছি। তিনি খুবই মেধাবী একজন ক্রিকেট ব্যক্তিত্ব।’
‘আমি চাই না তাঁকে সরিয়ে দেওয়া হোক এই ব্যর্থতার পর। তবে তাঁর এমন একজন সহকারীর প্রয়োজন, যিনি সাম্প্রতিক কালে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। আমার মনে হয়, আশিষ নেহরা এই পদে খুবই যোগ্য। সে–ও খুবই মেধাবী একজন ক্রিকেট ব্যক্তিত্ব। সর্বশেষ আইপিএলে গুজরাট টাইটানসের কোচ হিসেবে সে দুর্দান্ত কাজ করেছে।’
ভারতের প্রধান কোচ হওয়ার আগে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির কোচ ছিলেন দ্রাবিড়। এমনকি ভারতের যুবদলকেও সামলেছেন তিনি। তার অধীনে বেশ কয়েকজন তরুণ ক্রিকেটার উঠে আসেন। যারা কিনা পরবর্তীতে আন্তর্জাতিক ক্রিকেট কিংবা আইপিএলে দারুণভাবে ছাপ রেখেছে।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: