ঢাকা | শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ভারতকে ‘চোকার’ তকমা দিচ্ছেন কপিল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২২ ০১:২৬

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ভারত সবশেষ বৈশ্বিক আসরে ট্রফি জিতেছিল ২০১৩ সালে। এরপর কেটে গেছে আরও ৯ বছর। বদলেছে দেশটির ক্রিকেট কাঠামো। উন্নতি হয়েছে সামগ্রিক অঙ্গনে। তবে সেই কাঙ্খিত ট্রফি জয়ের স্বাদ পাওয়া হয়নি ক্রিকেটারদের। বারবার স্বপ্ন ভেঙ্গেছে খুব কাছে গিয়ে। টানা হতাশার জায়গা থেকে ভারতকে ‘চোকার’ তকমা দিচ্ছেন দেশটির বিশ্বকাপ জয়ী সদস্য কপিল দেব। 

 

বলে রাখা ভালো বিশ্ব ক্রিকেটে 'চোকার' তকমা আছে সাউথ আফ্রিকার নামের পাশে। কেননা ভালো খেললেও আইসিসির বড় আসরে কখনোই কোনো কাপ জেতেনি এই দলটি, যার কারণে তাদের এমনটা ডাকা হয়।

 

কপিল দেব বলেন, ‘আমরা এখন ভারতীয় দলকে চোকার্স বলতেই পারি। এটা আর কেউ অস্বীকার করতে পারবে না। ভারতের এখন তিরে এসে বারবার তরী ডুবছে। এই দলের এখন সামনে তাকানোর সময়। তরুণদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার সময় এসেছে।’

 

ভারত ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হেরেছে। পরের বছর ওয়ানডে বিশ্বকাপে ছিটকে গেছে সেমিফাইনাল থেকে। ২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপেও টপকাতে পারেনি সেমিফাইনাল বাঁধা। একবছর বাদে চ্যাম্পিয়ন ট্রফিতে ফাইনালে হেরেছিল চিরপ্রতীদ্বন্দী পাকিস্তানের কাছে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের গল্পটাও তাদের মধুর হয়নি। সবশেষ হতাশা দশ উইকেটের হার। অথচ দাপটের সাথে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে জায়গা করে নিয়েছিল শেষ চারে। 

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷