ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বেন স্টোকস, দয়া করে ৫০ ওভারের পরবর্তী বিশ্বকাপ খেলবে?

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২২ ০৭:১১

মাইকেল ভন। ছবি সংগৃহীত মাইকেল ভন। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ সাদা বলে বর্তমান ক্রিকেট দুনিয়ার রাজা ইংল্যান্ড। ওয়ানডে বিশ্বকাপের পর বাটলালদের হাতে শোভা পাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি। ফাইনালের আগে দলটির অলরাউন্ডার বেন স্টোকস ব্যাট হাতে খুব একটা ছন্দে না থাকলেও গুরুত্বদিনে খেলেছেন দারুণ এক ইনিংস। স্টোকসের ব্যাটে ভর করে চ্যাম্পিয়ন থ্রি লায়ন্সরা। তবে ভবিষ্যত চিন্তায় কিছুটা হতাশ হতে পারে ইংল্যান্ড। কেননা ওয়ানডে ক্রিকেটকে ইতিমধ্যে বিদায় বলেছেন বেন। 

 

আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এই আসরে স্টোকসের প্রয়োজন দলের জন্য কতটা প্রয়োজন তা অনুধাবন করে মাইকেল ভন জানতে চেয়েছেন অবসর থেকে ফিরবেন কি না?

 

এ প্রসঙ্গে এক টুইটে ভন লিখেছেন, ‘বেন স্টোকস, দয়া করে ৫০ ওভারের পরবর্তী বিশ্বকাপ খেলবে? একটি জাতির জন্য জানতে চাওয়া।’

 

টেস্টে নিয়মিত খেললেও লম্বা সময় টি-টোয়েন্টি দলের বাইরে ছিলেন স্টোকস। তবে অস্ট্রেলিয়া সফর দিয়ে ২০ ওভারের ক্রিকেটে ফেরেন তিনি।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷