ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

টেস্ট ক্রিকেটকে উপরে রাখছেন স্টার্ক

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২ ০৪:০০

মিচেল স্টার্ক। ছবি সংগৃহীত মিচেল স্টার্ক। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ আধুনিক ক্রিকেটে অনেকেই মনে করেন হারিয়ে যাবে টেস্ট ক্রিকেট। অস্ট্রেলিয়া তারকা পেসার মিচেল স্টার্ক কি মনে করেন তা জানালেও জানিয়েছেন টেস্ট ক্রিকেট তার প্রথম পছন্দ। 

স্টার্ক বলেন, 'টেস্ট ক্রিকেট সবসময়ই আমার প্রথম পছন্দ। সাদা বলের ক্রিকেটের চেয়ে সবসময়ই উপরের দিকে থাকবে (টেস্ট ক্রিকেট)। যখন সময় হবে আমার শরীর কেমন আছে এবং আমি কেমন অনুভব করছি তা ভেবে সিদ্ধান্ত নেব। আমি ফর্ম ধরে রাখতে চাই এবং যতদিন পারে টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যাবো।'


স্টার্ক মনে করেন যেকোনো ক্রিকেটারের জন্যই তিন ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়া বেশ কঠিন কাজ হয়ে পড়েছে। এই অজি পেসারের ভাষ্য, 'তিন ফরম্যাটের খেলোয়াড় হিসেবে এই মুহূর্তে সব ম্যাচে খেলা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বর্তমান সময়ে যেভাবে সূচি নির্ধারণ হয়েছে সেভাবে নয়।'

গতি ধরে রাখতে যেকোনো একটি ফরম্যাটে খেলা বেঁছে নেয়ার বিকল্প দেখছেন না স্টার্ক। তিনি বলেন, 'আমার মনে হয় পর্যাপ্ত বিশ্রাম আমাকে গতি ধরে রেখে বোলিং করতে সহায়তা করবে। আমার মনে হয় না তিন ফরম্যাটে খেলে আমি খুব বেশিদূর এগোতে পারবো।'

 

-নট আউট/এমআরএস

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷