অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ ইংল্যান্ড
প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২ ২০:১৮

নট আউট ডেস্কঃ দিন কয়েক আগেই অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। তবে সেই আনন্দে কিছুটা ভাটা পড়েছে এবার সিরিজ হারে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হারার পাশাপাশি হোয়াইটওয়াশও হয়েছে দলটি।
মেলবোর্নে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের দেওয়া ৩৬৪ রানের টার্গেট তাড়া করতে ইংল্যান্ড অলআউট হয় মাত্র ১৪২ রান। অজিরা ম্যাচটি জিতে ২২১ রানে।
টস হেরে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দেন হেড এবং ওয়ার্নার। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে যোগ করেন ২৬৯ রান। ৯৭ বলে সেঞ্চুরি তুলে নেয়া ওয়ার্নার এদিন আউট হয়েছেন ১০৬ রানে। এদিকে আরেক ওপেনার হেড আউট হয়েছেন ১৫২ রানের ইনিংস খেলে।
ইংল্যান্ডের হয়ে চারটি উইকেট নিয়েছেন অলি স্টোন। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নিয়েছেন অ্যাডাম জাম্পা। দুটি করে উইকেট নিয়েছেন কামিন্স এবং অ্যাবট।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: