লাথামের সেঞ্চুরিতে ভারতকে হারালো নিউজিল্যান্ড
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২২ ০৩:৫৬

নট আউট ডেস্কঃ ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। শুক্রবার স্বাগতিকরা জয় পেয়েছে ৭ উইকেটে।
ভারতের দেওয়া ৩০৭ রানের টার্গেট তাড়া করতে শুরুটা ভালো করলেও বড় জুটি করতে পারেনি ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। দলীয় ৩৫ রানে আউট হন অ্যালেন। এরপর ৬৮ রানে কনওয়ে ও ৮৮ রানে ড্যারিল মিচেল আউট হলে চাপে পড়ে নিউজিল্যান্ড। সেই চাপ সামাল দিয়ে দলের জয় নিশ্চিত করে টম লাথাম ও কেন উইলিয়ামসন। লাথাম ১০৪ বলে ১৪৫ ও কেন উইলিয়ামসন করেন ৯৮ বলে ৯৪ রান।
ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও স্বাগতিক বোলারদের শুরুটা মোটেও ভালো হয়নি। শেখর ধাওয়ান ও সুবমান গিল উদ্বোধনী জুটিতে যোগ করেন ১২৪ রান। ধাওয়ান ৭২ ও গিল আউট হয় ৫০ রানে।
এদিন ভারতের হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন শ্রেয়াস আইয়ার। এই মিডল অর্ডার ব্যাটার ৭৬ বলে করেছেন ৮০ রান। সমান ৪টি করে চার-ছক্কা হাঁকিয়েছেন তিনি। কিউইদের হয়ে ৫৯ রানে ৩ উইকেট শিকার করেছেন লকি ফার্গুসন।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: