বাংলাদেশের বিপক্ষে টেস্টেও অনিশ্চিত জাদেজা
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২ ২১:০৯

নট আউট ডেস্কঃ গেল এশিয়া কাপে হাঁটুর ইনজুরিতে পড়েছিলেন রবীন্দ্র জাদেজা। এরপর খেলা হয়নি বিশ্বকাপ। এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ না হওয়ায় বাংলাদেশের বিপক্ষে খেলা হবে না ওয়ানডে সিরিজ। এবার অনিশ্চয়তা দেখা গেছে টেস্ট সিরিজ নিয়েও।
ক্রিকবাজ জানিয়েছে, সঠিক সময়ে সেরে উঠার সম্ভাবনা ক্ষীণ জাদেজার। কয়েকদিনের মাঝেই তার বদলি ঘোষণা করতে পারে বিসিসিআই। জাদেজার বদলি হিসেবে দেখা যেতে পারে সৌরভকে।
বাংলাদেশ সফরে ভারত ‘এ’ দলের স্কোয়াডে রয়েছেন উত্তর প্রদেশের বাঁহাতি এই স্পিনার। এর আগে জাদেজা ছাড়াও ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার ইয়াশ দয়াল। পিঠের চোটের কারণে বাংলাদেশ সফরে আসা হচ্ছে না তার। দয়ালের জায়গায় খেলবেন কুলদিপ সেন।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: