লায়নের স্পিন বিষে নীল ক্যারিবিয়ানরা
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২২ ০৪:৫৮

নট আউট ডেস্কঃ পার্থে তৃতীয় দিন শেষেই জয়ের সুবাস পাচ্ছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। শেষ দিনে ক্যারিবীয়দের জিততে প্রয়োজন ছিল আরও ৩০৬ রান, সম্বল ছিল সাত উইকেট। পঞ্চম দিনে অবশ্য নাথান লায়নের স্পিন বিষে নীল হয়েছে সফরকারীরা। ১৯২ রানে দিন শুরু করে ক্যারিবীয়রা থেমেছে ৩৩৩ রানে। ১৬৪ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গেল স্বাগতিক অজিরা৷
১৯২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করা ক্যারিবীয়রা শুরুতেই হারায় কাইল মেয়ার্সের উইকেট। দলীয় ২০৭ রানের মাথায় ১০ রানে ফিরেন মেয়ার্স এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে সফরকারীরা। আগের দিনের সেঞ্চুরিয়ান ক্রেইগ ব্রাথওয়েট ফিরেছেন এদিন ৯ রান যোগ করে (১১০ রান করে)৷
২৩৩ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় ক্যারিবীয়রা। ৮ম উইকেট জুটিতে অবশ্য প্রতিরোধ গড়েন রোস্টন চেজ ও আলজেরি জোসেফ। দু'জন মিলে যোগ করেন ৮২ রান। হাফ সেঞ্চুরি তুলে নেন চেজ। ৪ চার ও ৩ ছক্কায় ৭২ বলে ৪৩ রান করে। শেষে ৫৫ রান করা চেজ ও রোচকে ফিরিয়ে কফিনে শেষ পেরেকটি ঠোকেন নাথান লায়ন।
শেষ পর্যন্ত সবকটি উইকেট হারিয়ে ৩৩৩ রানে থামে ক্যারিবীয়দের ইনিংস। অস্ট্রেলিয়ার পক্ষে ৬ উইকেট নেন নাথান লায়ন। ট্রাভিস হেড নেন ২ উইকেট।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: