রোহিতের বীরত্বে মুগ্ধ দ্রাবিড়
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২২ ২৩:২২

নট আউট ডেস্কঃ বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ওভারেই আঙ্গুলে চোট পেয়েছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। চোটের গভীরতা জানতে যেতে হয়েছিল হাসপাতালেও। প্রাথমিক চিকিৎসা নিয়ে মিরপুরে ফিরলেও আর ফিল্ডিং করতে পারেননি রোহিত। একইসাথে ব্যাট হাতে নামা হয়নি ইনিংসের শুরুতে।
ম্যাচের পরিস্থিতি বিবেচনায় শেষ দিকে ব্যাট হাতে নেমেছিলেন রোহিত। সেইসময় জিততে ভারতের প্রয়োজন ছিল ৪৫ বলে ৬৫ রান। সমীকরণ কঠিন মনে হলেও তিন চার ও পাঁচ ছয়ে দলের জয় প্রায় নিশ্চিত করেছিলেন তিনি। যদিও শেষ পর্যন্ত হারতে হয়েছে পাঁচ রানে। তবু অধিনায়কের বীরত্বে খুশি হেড কোচ রাহুল দ্রাবিড়।
ম্যাচ শেষে দ্রাবিড় বলেন, 'এমন সাহসিকতা দেখানো ছিল অসাধারণ। তার আঙুল বেশ বাজে রকমভাবে নড়ে গিয়েছিল। হাসপাতালে গিয়ে সেটা ঠিক করতে হয়েছে, হাতে সেলাই লেগেছে। কয়েকটা ইনজেকশন পুশ করে পরে ব্যাট করতে গিয়েছে।'
'রোহিতকে কৃতিত্ব দিতে হবে, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সে চাইছিল কি হতে পারে। সুযোগটা নিতে চাচ্ছিল। সে যেভাবে কাছাকাছি নিয়ে গেল তা দুর্দান্ত। অধিনায়ক হিসেবে সামনে থেকে সাহস দেখিয়েছে, সম্ভাবনা তৈরি করেছে। দুর্ভাগ্যবশত আমরা জিততে পারিনি।'
ইনজুরির কারনে তৃতীয় ম্যাচে খেলতে পারবেন না রোহিত। যার ফলে শেষ ম্যাচের আগেই দেশে ফিরবেন ভারতীয় দলপতি।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: