অভিষেকেই আবরারের ৭, সুবিধাজনক অবস্থানে পাকিস্তান
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২ ০৬:২১

নট আউট ডেস্কঃ রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম দিনেই পাঁচ শতাধিক রান করেছিল ইংল্যান্ড। কয়েকদিনের ব্যবধানে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অলআউট হয়েছে বেন স্টোকসের দল। পাকিস্তানের তরুণ লেগ স্পিনার আবরার আহমেদের বোলিং ঘূর্ণিতে বিপর্যস্ত থ্রি লায়ন্সরা স্কোরবোর্ডে জমা করতে পেরেছে মাত্র ২৮১ রান।
ইংল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক ইনিংসে সব মিলে ৭ উইকেট নিয়েছেন আবরার। যার সবকটি টপ অর্ডারের শুরু থেকে ৭ নম্বর ব্যাটার পর্যন্ত। ইনিংসে পাওয়া ৭ উইকেটের পাঁচটিই আবার নিয়েছিলেন প্রথম সেশনে।
ইংল্যান্ডকে অল্পরানে গুটিয়ে ফেলা পাকিস্তান প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে তুলেছেন ২ উইকেটে ১০৭ রান। ওপেনার ইমাম উল হক ০ ও আব্দুল্লাহ শফিক আউট হয়েছেন ব্যক্তিগত ১৪ রানে। বাবর আজম ৬১ আর সৌদ শাকিল ৩২ রানে অপরাজিত আছেন।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: