কিউইদের টেস্টের নেতৃত্ব ছাড়লেন উইলিয়ামসন
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২২ ২২:০৭

নট আউট ডেস্কঃ আচমকাই নিউজিল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। তবে কিউইদের অন্যতম সফল এই অধিনায়ক চালিয়ে যাবেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের দায়িত্ব। উইলিয়ামসন নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোয় আসন্ন পাকিস্তান সফরে কিউইদের নেতৃত্ব দিবেন পেসার টিম সাউদি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে কিউই ক্রিকেট বোর্ড।
কোন কারণে উইলিয়ানসন না থাকলে টেস্টে এতোদিন ধরেই টম লাথাম দিয়ে এসেছিলেন নেতৃত্ব। উইলিয়ামসন সরে দাঁড়ালেও লাথাম থাকছেন সাউদির ডেপুটি হিসেবেই।
নিউজিল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব ছাড়ার পর উইলিয়ামসন জানিয়েছেন, ‘নিউজিল্যান্ডকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেওয়াটা বিশেষ সম্মানের। অধিনায়কত্ব মানেই মাঠ ও মাঠের বাইরে বাড়তি কাজের চাপ। তাই এই পর্যায়ে এসে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা জরুরি। অনুভব করেছি, সাদা বলে অধিনায়কত্ব করাটাই এখন আমার জন্য ঠিক হবে।’
উল্লেখ্য, অধিনায়ক হিসেবে উইলিয়ামসন মোট ৩৮টি টেস্টে নিউজিল্যান্ডকে দিয়েছেন নেতৃত্ব। যার মধ্যে কিউইরা জয় পেয়েছে ২২টি টেস্ট। এছাড়া ৮টি টেস্ট ড্র এবং ১০টি টেস্টে হেরেছে নেতৃত্বে। অধিনায়ক হিসেবে উইলিয়ামসন নিউজিল্যান্ডকে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা এনে দিয়েছিলেন।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: