ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

পিসিবি থেকে বরখাস্ত হচ্ছেন রমিজ রাজা!

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২২ ২১:৩১

রমিজ রাজা। ছবি সংগৃহীত রমিজ রাজা। ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ ইমরান খান প্রধানমন্ত্রী থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পর দায়িত্ব হারানোর শঙ্কায় ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান রমিজ রাজা। সেই গুঞ্জনের পরেও প্রধানের দায়িত্বে থাকা রাজা এবার হারাতে যাচ্ছেন বোর্ডের দায়িত্ব। এমন গুঞ্জনের খবর প্রকাশ করেছে দেশটির সংবাদমাধ্যম পাকিস্তান ক্রিকেট। 

 

শনিবার (১৭ ডিসেম্বর) লাহোরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন নাজাম শেঠি। জানা গেছে, রমিজকে সরানোর ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে সেটা কবে নাগাদ হবে তা এখনও জানা যায়নি।

 

এদিকে ২০২১ সালের সেপ্টেম্বরে পিসিবির চেয়ারম্যান হন রমিজ। ইমরানের পছন্দেই পিসিবির দায়িত্ব পেয়েছিলেন তিনি। দায়িত্ব পাওয়ার পর অবশ্য বেশ কিছু ইতিবাচক কাজ করেছেন তিনি। যার জন্য ক্রিকেট মহলে বেশ প্রশংসাও কুড়িয়েছে রমিজ।

 

-নট আউট/এমআরএস



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷