১০-১৫ বছরের পরিশ্রমের সুফল পাচ্ছি: সূর্যকুমার
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২২ ০১:৩৪

নট আউট ডেস্কঃ ক্রিকেট ক্যারিয়ারে সবচেয়ে মধুর সময় কাটাচ্ছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিউজিল্যান্ড সিরিজ। ব্যাট হাতে রান তুলেছেন আলোকরশ্মির গতিতেই। কিউইদের মাটিতে ৫১ বলে ১১১ কিংবা অস্ট্রেলিয়া বিশ্বকাপে ২৩৯ রানের এই তথ্যগুলো জানান দেয় কতটা দূর্দান্ত তিনি বাইশ গজে। সমসাময়িক সময়ে এমন সফতা গত ১০-১৫ বছরের পরিশ্রমের সুফল বলে মনে করেন এই ব্যাটার।
সূর্যকুমার বলেন, 'গত ১০-১৫ বছর ধরে আমি যে কঠিন পরিশ্রম করেছি, আমার পরিবার এবং আমি যা কিছু ত্যাগ করেছি, এখন তারই ফল পাচ্ছি। আমি এখন শুধুই উপভোগ করছি এবং এখানে আসতে পেরে আমি খুবই খুশি।'
কয়েক দিন আগেই সূর্যকুমার জানিয়েছিলেন তিনি নেটে কোনো ব্যাটিং অনুশীলন করেন না। নির্ধারিত অনুশীলনের সময় তিনি হয়তো জিম করেন অথবা ছুটিতে থাকেন। তবে সাদা পোশাকের ক্রিকেটের জন্য নিজেকে প্রস্তুত করতে ঠিকই কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে নেটে কাজ করেন তিনি।
সূর্যকুমার বলেন, 'কানপুর টেস্ট চলাকালে আমি নেটে ব্যাটিং করেছি এবং তখন দ্রাবিড় বলেছিল, 'তুমি খুবই ভালো করছো, শুধুই কিছু শট কমাতে হবে এবং বাকিটা নিজের মতো খেলতে হবে।' দিনশেষে এই ফরম্যাটও রানের খেলা। সে আমাকে বলেছিল যে, স্বাভাবিক খেলাটা খেলো এবং উপভোগ করো।'
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: