দেড় বছর পর ইংল্যান্ড দলে ফিরলেন আর্চার
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২ ০৫:০৩

নট আউট ডেস্কঃ কনুয়ের চোটে দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে ছিলেন ইংল্যান্ডের গতি তারকা জোফরা আর্চার। অবশেষে সেই অপেক্ষা এবার ফুরাতে যাচ্ছে এই তারকা পেসারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের ১৪ জনের দলে ডাক পেয়েছেন আর্চার।
ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন জফরা আর্চার। এরপর যেন চোট আর পিছুই ছাড়েনি এই পেসারের। ইংল্যান্ডের জার্সিতে সবশেষ ২০২১ সালের মার্চে নেমেছিলেন খেলতে। এরপর দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপেই আর্চারকে কাটাতে হয়েছে দর্শক হিসেবে। কনুই আর পিঠের চোট কাটিয়ে এবার আন্তর্জাতিক ক্রিকেটের ফেরার পালা এই পেসারের।
আজ (বৃহস্পতিবার) ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে। যেখানে চোট কাটিয়ে গত মাসেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা আর্চারের জায়গা হয়েছে ১৪ জনের দলে।
দল ঘোষণার পর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কনুইয়ের চোট থেকে সেরে উঠছেন জোফরা আর্চার। আগামী মাসে দক্ষিণ আফ্রিকায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন বলে আশা করা হচ্ছে।’
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জোফরা আর্চার, হ্যারি ব্রুক, স্যাম কারান, বেন ডাকেট, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, ওলি স্টোন রিস টপলি, ডেভিড উইলি ও ক্রিস ওকস।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: