পিসিবির নতুন সভাপতি নাজাম শেঠি
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২২ ০৫:৪৪

নট আউট ডেস্কঃ পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজাম শেঠি। সম্প্রতি পাকিস্তান ক্রিকেটকে দারুণভাবে এগিয়ে নেওয়া রমিজ রাজাকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে।
ইমারন খান প্রধানমন্ত্রীর ক্ষমতা হারানোর পর গুঞ্জন উঠেছিল দায়িত্ব হারাচ্ছেন রমিজ। শেষ পর্যন্ত তাই হলো দেশটির ক্রিকেটে।
২০২১ সালে পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পান রমিজ। ইমরান খানের আস্থাভাজন হিসেবেই পিসিবির ৩৬তম চেয়ারম্যান হন তিনি। চতুর্থ সাবেক ক্রিকেটার হিসেবে এই দায়িত্ব পান তিনি।
এদিকে নতুন চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া নাজাম আগেও পিসিবির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত পিসিবির বিভিন্ন পদে কর্মরত ছিলেন তিনি, ছিলেন চেয়ারম্যানও। পাকিস্তান সুপার লিগের (পিসিবি) মাধ্যমে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে দারুণ অবদান রেখেছিলেন তিনি।
এবার নাজামের সঙ্গে ১৪ সদস্যের কমিটিও দেয়া হয়েছে। এই কমিটিতে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি ও পাকিস্তানের নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সানা মির।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: