রমিজের পর বরখাস্ত হলেন প্রধান নির্বাচক ওয়াসিম
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২২ ০৪:৪১

নট আউট ডেস্কঃ রমিজ রাজার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিমকে অপসারণ করা হয়েছে। এছাড়াও তার নেতৃত্বাধীন যে কমিটি রয়েছে সেটিকেও অকার্যকর বলে ঘোষণা করেছে বোর্ডের নতুন চেয়ারম্যান নাজাম শেঠি।
রমিজ রাজার সময়ে থাকা সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছৈ। সংবিধান অনুযায়ী সবকিছু নতুনভাবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন নাজাম।
ইএসপিএন ক্রিকইনফোকে নাজাম বলেন, 'আমরা সকল কমিটি বাতিল করে দিচ্ছি। ২০১৯ সালের সংবিধান অনুযায়ী যা ছিল সবই বাতিল করা হচ্ছে। আমরা সংবিধান অনুযায়ী সব আবারও গড়ে তুলব।'
এর আগে গত ২২ ডিসেম্বর পিসিবির চেয়ারম্যানের পদ থেকে রমিজ রাজাকে সরিয়ে পরবর্তী চার মাসের জন্য অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয় নাজাম শেঠিকে।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: