খরা কাটিয়ে উইলিয়ামসনের দুইশ, ড্রয়ের পথে করাচি টেস্ট
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২২ ০৫:৩৭

নট আউট ডেস্কঃ নিষ্প্রাণ ড্রয়ের দিকে এগুচ্ছে রান উৎসবের করাচি টেস্ট। স্বাগতিক পাকিস্তানের প্রথম ইনিংসে করা ৪৩৮ রানের জবাবে ৬১২ রান সংগ্রহ করে কিউইরা করেছে ইনিংস ঘোষণা। ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন কেন উইলিয়ামসন। ১৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা পাকিস্তান ২ উইকেট হারিয়ে তুলেছে ৭৭ রান। পিছিয়ে এখনো ১৯৭ রানে।
করাচিতে ৪৪০ রান নিয়ে চর্তুথ দিনের খেলা শুরু করেছিল কেন উইলিয়ামসন ও ইশ সৌধি। দিনের শুরুতে এই জুটি ভাঙতেই পারেনি পাক বোলাররা। তাতেই শক্ত প্রতিরোধ গড়ে দলকে বড় লিডের পথে নিয়ে যান এই দু'জন। আগের দিন সেঞ্চুরি তুলে নেওয়া কেন উইলিয়ামসন তুলে নেন দেড় শ।
এদিকে হাফ সেঞ্চুরির দেখা পান ইশ সৌধিও। ৭ম উইকেট জুটিতে এই দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন শতাধিক রানের জোট। দলীয় ৫৯৫ রানের মাথায় সৌধি ফিরলে ভাঙে এই জুটি। ফেরার আগে ১১ চারে ১৮০ বলে সৌধি খেলেন ৬৫ রানের ইনিংস। এরপর কেন উইলিয়ামসন ডাবল সেঞ্চুরি তুলতেই ৯ উইকেটে ৬১২ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
২১ চার ও ১ ছক্কায় ৩৯৫ বলে উইলিয়ামসন অপরাজিত থাকেন ২০০ রান করে। পাকিস্তানের পক্ষে পাঁচটি উইকেট নেন আবরার আহমেদ। নুমান আলীর শিকার তিনটি উইকেট।
১৭৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে, উদ্বোধনী জুটিতে ৪৭ রান যোগ করেন ইমাম-উল-হক ও আব্দুল্লাহ শফিক। ১৭ রান করা শফিকের বিদায়ে ভাঙে এই জুটি। এরপর শান মাসুদকে নিয়ে দিনের শেষ পার করার চেষ্টা করেন ইমাম-উল-হক। তবে, চর্তুথ দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগ মূহুর্তে শান মাসুদের উইকেট হারায় পাকিস্তান।
ইশ সৌধির বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে শান মাসুদ ফিরেন ১০ রান করে। এরপর নাইট ওয়াচ ম্যান নুমান আলীকে নিয়ে দলকে আর কোন বিপদে পড়তে দেননি ইমাম। দিন শেষ করার আগে ২ উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছেন ৭৭ রান। পিছিয়ে এখনো ৯৭ রানে। ইমাম ৪৫ ও নুমান ৪ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করবেন।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: