অন্তত ৬ মাস মাঠের বাইরে পন্ত
প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৩ ০১:৫৩

নট আউট ডেস্কঃ ভয়ংকর গাড়ি দূর্ঘটনার কবলে পড়া ভারতীয় উইকেট রক্ষক ব্যাটার ঋষভ পন্তকে প্রায় ৬ মাস মাঠের বাইরে থাকতে হতে পারে। দিল্লি দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে তাঁকে। হাসপাতালটির চিকিৎসকদের সঙ্গে কথা বলে পন্তের শারীরিক অবস্থা জানিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
বিসিসিআইয়ের বিবৃতিতে বলা হয়, ‘পন্তের কপালে দুটি জায়গায় কেটে গেছে। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছে। এ ছাড়াও ডান হাতের কবজি, অ্যাঙ্কেল, গোড়ালি ও পিঠেও ক্ষত আছে।’ পন্তের চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিম ভারতের সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’কে জানিয়েছে, ‘অর্থোপেডিকস বিভাগের চিকিৎসক গৌরব গুপ্ত তার (পন্ত) চিকিৎসাসেবা দিচ্ছেন। পন্তের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। জীবন নিয়ে শঙ্কার সৃষ্টি হতে পারে এমন কোনো আঘাত তিনি পাননি। তার মা হাসপাতালে আছেন।’
খেলাধুলায় বিভিন্ন চোট নিয়ে চিকিৎসাসেবা দেওয়া এবং এই বিষয়ে বিশেষজ্ঞ এআইএমএস-ঋষিকেশ মেডিকেল কলেজের স্পোর্টস ইনজুরি বিভাগের চিকিৎসক কামার আজমের সঙ্গেও কথা বলেছে ‘টাইমস অব ইন্ডিয়া’। কামার আজম বলেছেন, ‘লিগামেন্ট ইনজুরি থেকে সেরে উঠতে পন্তের কমপক্ষে তিন থেকে ছয় মাস সময় লাগবে। আঘাতটা এর চেয়েও ভয়াবহ হলে আরও সময় লাগতে পারে। তার আঘাতের বিশদ প্রতিবেদন পেলে এ নিয়ে আরও নিশ্চিতভাবে বলা যাবে।’
গাড়ি চালিয়ে উত্তরাখন্ডের বাড়িতে যাচ্ছিলেন পন্ত। পথে সড়ক বিভাজকে ধাক্কা খেয়ে গাড়িটি কয়েকবার ওলট-পালট খায়, একপর্যায়ে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে পন্তকে স্থানীয় রুরকি সিভিল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুশীল নাগার জানিয়েছিলেন, বাঁ চোখের ওপরের অংশে, হাঁটুতে এবং পিঠে আঘাত পেয়েছেন পন্ত।
-নট আউট/এমআরএস
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: