ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

দায়িত্বে এসে পিজেএল বন্ধ করলেন শেঠি

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২ জানুয়ারী ২০২৩ ২৩:১১

ছবি সংগৃহীত ছবি সংগৃহীত

নট আউট ডেস্কঃ পাকিস্তান ক্রিকেটের সাবেক চেয়ারম্যান রমিজ রাজার লক্ষ্য ছিল ঘরোয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে পার্থক্য কমানো। দূরদর্শী চিন্তা থেকে পাকিস্তান জুনিয়র লিগ (পিজেএল) চালু করেছিলেন তিনি। প্রথম আসর গত অক্টোবরে অনুষ্ঠিত হয়েছিল। তবে রমিজ রাজার বরখাস্তের পর দায়িত্ব পাওয়া নাজাম শেঠি এই টূর্ণামেন্ট বন্ধ ঘোষণা করেছে। মূলত পাকিস্তান ক্রিকেটকে ঢেলে সাজাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পিসিবি। 

 

বিবৃতিতে থেকে বলা হয়েছে, ‘পিসিবির ব্যবস্থাপনা কমিটি পিজেএল আর না চালানোর ব্যাপারে একমত হয়েছে। তবে তরুণ ক্রিকেটারদের বেড়ে ওঠার পথ পরিষ্কার রাখতে এবং আরও বেশি প্রতিভা বের করে আনতে নিয়মিত ভিত্তিতে দেশে ও বাইরে বয়সভিত্তিক সিরিজ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

 

‘এর বাইরে পাকিস্তান সুপার লিগের প্রতি ম্যাচের একাদশে উদীয়মান ক্যাটাগরিতে একজন করে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার রাখার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনা করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’

 

-নট আউট/এমআরএস

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷