ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

কনওয়ের সেঞ্চুরিতেও নড়বড়ে অবস্থানে কিউইরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৩ ০৬:২১

বছরের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছে কনওয়ের ব্যাট থেকে। গেটি ইমেজ বছরের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি এসেছে কনওয়ের ব্যাট থেকে। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ করাচিতে শুরু হয়েছে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম দিনে দারুণ শুরু করেও কিউইরা দিনশেষে হারিয়েছে খেই। তাতে ম্যাচে ফিরেই প্রথম দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। 

করাচিতে এদিন আগে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ের সেঞ্চুরিতে দুর্দান্ত শুরু করে কিউইরা। তবে, দিনের বাকি সময়টায় দাপট দেখায় পাক বোলাররা। এর মাঝে অবশ্য প্রথম দিনেই ৬ উইকেট হারিয়ে কিউইরা বোর্ডে তুলেছে ৩০৯ রান।

করাচিতে টস জিতে এদিন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে দুই ওপেনার ডেভন কনওয়ে ও টম ল্যাথামের ব্যাটে উড়ন্ত সূচনা পায় কিউইরা। দু'জন মিলে অবিচ্ছিন্ন শতাধিক রানের জুটি গড়ে, দু'জনই তুলে নেন হাফ সেঞ্চুরি। এই দু'জনের দুর্দান্ত ব্যাটিংয়ে দিনের প্রথম সেশনে কোন উইকেট হারায়নি নিউজিল্যান্ড।

দলীয় ১৩৪ রানের মাথায় ল্যাথামের বিদায়ে ভাঙে সফরকারীদের উদ্বোধনী জুটি। ৯ চারে ১০০ বলে নাসিম শাহ'র ল্যাথাম ফিরেন ৭১ রান করে। দ্বিতীয় উইকেট জুটিতে দলকে বড় সংগ্রহের পথে রাখেন কনওয়ে ও কেন উইলিয়ামসন। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। উইলিয়ামসন একপ্রান্ত আগলে তুলতে থাকেন রান, অন্যপ্রান্তে পাক বোলারদের বেশ দারুণভাবে সামলে বছরের প্রথম সেঞ্চুরি তুলে নেন ডেভন কনওয়ে। 

দ্বিতীয় উইকেট জুটিতে উইলিয়ামসনের সঙ্গে একশ রানের জুটি গড়ে আগা সালমানের শিকার হয়ে ফিরেন কনওয়ে। ফেরার আগে এই কিউই ওপেনার খেলেন ১৬ চার ও ১ ছক্কায় ১৯১ বলে ১২২ রানের ইনিংস। কনওয়ের বিদায়ের পর'ই কিউইদের ছেপে ধরে পাক বোলাররা।

৩৬ রান করা উইলিয়ামসনকে ফিরিয়ে কিউইদের তৃতীয় আঘাতটা দেন নাসিম শাহ। এরপর আগা সালমানের শিকার হয়ে ফিরেন ড্যারিল মিচেলও৷ শেষ বিকেলে গিয়ে হেনরি নিকোলস (২৬) ও ব্রেসওয়েলের (০) উইকেট হারায় কিউইরা। শেষ পর্যন্ত ইশ সোধিকে নিয়ে দলীয় সংগ্রহ তিনশ পার করিয়েই (৩০৯ রান) দিনের বাকিটা কাটিয়ে দেন টম ব্লান্ডেল।

সোধি ১১ ও ব্লান্ডেল ৩০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। পাকিস্তানের পক্ষে আগা সালমান নেন ৩টি উইকেট। নাসিম শাহ'র শিকার ২টি উইকেট। 

 

 

-নট আউট/টিএ

 

 



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷