ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বিশ্বাস স্থাপনে শেষ বিন্দু পর্যন্ত সমর্থনের বার্তা হার্দিকের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৩ ২১:৫৪

ভার‍তের টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফাইল ছবি ভার‍তের টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ টি-টোয়েন্টি ক্রিকেটে গত বছরটায় বেশ দাপটই দেখিয়েছিল ভারতীয় দল। তবে বিশ্বকাপ আসতেই সেই দাপট যেন মিলিয়েছিল হাওয়ায়। তাতেই, ভারতীয় দলকে অস্ট্রেলিয়া থেকেও ফিরতে হয়েছে খালি হাতে। আসল পরীক্ষায় যে পুরোপুরিভাবে ব্যর্থ ছিল ভারত, তা না বললেও চলে।

বছরজুড়ে আক্রমণাত্মক ক্রিকেট উপহার দিলেও, সেই মানসিকতার ছিঁটেফোঁটাও বিশ্বকাপে দেখাতে পারেনি দল। এমনটাই মনে করেন ভারতীয় টি-টোয়েন্টি দলের অস্থায়ী অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তার মতে, বিশ্বকাপের আগে যেরকম দৃষ্টিভঙ্গি ছিল ভারতীয় টিমের, বিশ্বকাপে সেটা পুরোপুরি ছিল না।

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে সাংবাদিক সম্মেলনে হার্দিক বলেন, 'আমার মতে, (অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি) বিশ্বকাপের আগে আমরা ভুল করিনি। আমাদের মানসিকতা, দৃষ্টিভঙ্গি সবকিছু এক ছিল। কিন্তু আমরা যেভাবে চেয়েছিলাম, বিশ্বকাপে সেটা করতে পারিনি। আমার মতে, বিশ্বকাপের আগে আমাদের যেরকম দৃষ্টিভঙ্গি ছিল, বিশ্বকাপে তা পুরোপুরি ছিল না।'

শুধু গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই ব্যর্থতা নয়, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। এরপরেই এই ফরম্যাটে আমূল পরিবর্তন নিয়ে আসে ভারত। সূর্যকুমার-হার্দিকরা শুরু করেন আক্রমণাত্মক ক্রিকেট। বছরজুড়েই ‘ইনটেন্ট’ আর ইমপ্যাক্টের ফুলঝুরি ছিল ভারতীয় ক্রিকেটে। তবে, আসল জায়গাতেই সেই ইনটেন্ট প্রদর্শন করতে ব্যর্থ হয়েছিল রোহিতরা। 

এদিকে অধিনায়কত্ব পেয়ে নতুন ধাঁচের ক্রিকেট খেলার ইঙ্গিত দিয়েছেন হার্দিক। ক্রিকেটারদের পূর্ণ স্বাধীনতা দিয়েই, করতে চান শেষ পর্যন্ত সমর্থন। তিনি আরও জানিয়েছেন, 'আমরা যা দেখেছি, তার ভিত্তিতে ছেলেদের শুধু বলেছি যে মাঠে নেমে নিজেকে মেলে ধর। যে কাজটা ওরা করবে। ওদের কতটা সমর্থন করা হবে, সেটা আমাদের উপর নির্ভর করছে। আমরা স্পষ্টভাবে বলেছি যে শেষ বিন্দু পর্যন্ত তোমাদের সমর্থন করা হবে। প্রত্যেক খেলোয়াড়কেই শেষ বিন্দু পর্যন্ত সমর্থন করব আমি। সেটা যাতে ওরা বিশ্বাস করে, সেই কাজটা আমায় করতে হবে।'

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷