ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শাকিলের আনবিটেন শতক, ব্যাকফুটে পাকিস্তান

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩ ০৭:৩৭

সাদা পোশাকে প্রথমবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ শাকিলের। গেটি ইমেজ সাদা পোশাকে প্রথমবার তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ শাকিলের। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে ব্যাকফুটে অবস্থান করছে স্বাগতিক পাকিস্তান। কিউইদের করা ৪৪৯ রানের জবাবে, ৪২ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাবর আজমের দল।

৩ উইকেটে ১৫৪ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তানের হয়ে এদিন সৌদ শাকিল ও সরফরাজ আহমেদ ছাড়া কেউই খেলতে পারেনি বড় ইনিংস। তাতেই ৯ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ বোর্ডে ৪০৭ রান তুলেছে পাকিস্তান। মেইডেন সেঞ্চুরি হাঁকিয়ে পাকিস্তানকে লড়াইয়ে রাখেন সৌদ শাকিল।

৭৪ রান নিয়ে দিন শুরু করা পাক ওপেনার ইমাম-উল-হক এদিন ইনিংসটাকে বেশিদূর নিতে পারেননি। সাউদির শিকার হয়ে ফিরেন ব্যক্তিগত ৮৩ রান করে। এরপর সরফরাজ আহমেদকে নিয়ে দলের হাল ধরেন আগের দিন অপরাজিত থাকা সৌদ শাকিল। দুজনের ব্যাটে বেশ ভালোই জবাব দিতে থাকে পাকিস্তান।

পঞ্চম উইকেট জুটিতে দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন শতাধিক রানের জোট। দু'জনই তুলে নেন হাফ সেঞ্চুরি। এক পর্যায়ে এই দু'জনের ব্যাটে লিডের স্বপ্ন দেখতে শুরু করে পাকিস্তান। তবে, দলীয় ৩৩২ রানের মাথায় সরফরাজ ফিরলে ভাঙে শাকিলের সঙ্গে দেড় শ রানের জোট। ফেরার আগে ১০ চারে ৭৮ রানের ইনিংস খেলেন সাবেক এই পাক অধিনায়ক। 

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে খেই হারায় পাকিস্তান। বাকিদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রাখেন সৌদ শাকিল। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের নিজের প্রথম সেঞ্চুরির। শেষ দিকে এই ব্যাটারের ব্যাটেই ম্যাচে থাকে পাকিস্তান। দলীয় চারশ পার করার আগেই ৯ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। 

শেষ দিকে আবরার আহমেদকে নিয়ে কোনমতে তৃতীয় দিনের খেলা শেষ করেন শাকিল। দিন শেষ করার আগে পাকিস্তান তুলেছে ৪০৭ রান, পিছিয়ে এখনো ৪২ রানে। ১৭ চারে ১২৪ রানে ব্যাট করছেন শাকিল। নিউজিল্যান্ডের পক্ষে অ্যাজাজ প্যাটেল নেন ৩টি উইকেট। ইশ সৌধির শিকার ২টি উইকেট। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷