ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

পাকিস্তান ক্রিকেটের নতুন সেনসেশন সৌদ শাকিল

নট আউট ডেস্ক
প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৩ ২১:২৩

ছবিঃ ফাইল ফটো। ছবিঃ ফাইল ফটো।

নিউজ ডেস্কঃ বাবর আজমের পরেই ৫ নম্বরে ব্যাটিং করতে নামেন তিনি। মজার ব্যাপার হচ্ছে, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে নিজের ১ম ইনিংসের (২৬৯) চেয়ে ২য় ইনিংসেই (২৭৮) বেশি রান সংগ্রহ করেছেন তিনি। নিজের সাবলিল ব্যাটিংয়ে মুগ্ধ করে চলেছেন টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেট ভক্তদেরও। শেষ ইংল্যান্ড সিরিজে তার ব্যাটে করা রানগুলো ছিলো এমনঃ ৩৭, ৭৬, ৬৩, ৯৪, ২৩ ও ৫৩।

নিজের ২য় টেষ্ট সিরিজেও যথারীতি উজ্জ্বল শাকিল। ইংল্যান্ডের পরে নিউজিল্যান্ডের বিপক্ষেও রানের চাকা সচল রেখেছেন। সিরিজের ১ম টেষ্টে ২২ ও ৫৫* রানের পরে গতকাল তুলে নিয়েছেন ক্যারিয়ারের মেইডেন সেঞ্চুরিটিও। ২য় টেষ্টের ৩য় দিনশেষে অপরাজিত আছেন ১২৪ রানে। সুতরাং এখন পর্যন্ত ৫ টেষ্ট খেলা শাকিলের ৯ ইনিংসের রানের সংখ্যাটা ৫৪৭, গড়টাও ইর্ষনীয় যা প্রায় ৭৮ এর কাছাকাছি। এক সেঞ্চুরির পাশে ৫ হাফ-সেঞ্চুরি।

 

ইউনুস খান-মিসবাউল হকদের বিদায়ের পরে টেষ্ট ক্রিকেটে দীর্ঘদিন ধরে মিডল অর্ডারে ব্যাটিং ব্যর্থতায় ভুগছিলো পাকিস্তান ক্রিকেট। শেষ কয়েক বছর ধরে বাবর-রিজওয়ানদের ব্যাটে ভর করে রানের চাকা বেগবান থাকলেও টেষ্ট ক্রিকেটে পাকিস্তানের তেমন সাফল্য না পাবার অন্যতম কারণ ছিলো মিডল অর্ডার।

 

 

স্বস্তির পালে হাওয়া নিয়ে গন্তব্যে পাড়ি দেবার কাজটির নিয়ামক হিসেবে কিছুটা আস্থার প্রতিদান দিতে পেরেছেন নতুন এই সেনসেশন। যদিও ইতিমধ্যে মাত্র দুটি সিরিজ খেলেছেন তিনি তবুও তার ব্যাটিংশৈলিতে তিনি আস্থার প্রতিদান দিতে পারবেন বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা।

 

- নট আউট/ডব্লিউআর।



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷