খাজার আপেক্ষের দিনে বিপাকে দক্ষিণ আফ্রিকা
প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৩ ০৩:১৫

নট আউট ডেস্কঃ সিডনি টেস্টের দ্বিতীয় দিনেই টেস্টে নিজের মেইডেন দ্বিশতকের সামনে দাঁড়িয়ে ছিলেন অজি ওপেনার উসমান খাজা। মাত্র পাঁচ রান দূরে থেকেই দ্বিতীয় দিনের খেলা করতে হয়েছিল শেষ। তাই মঞ্চটা খাজার জন্য ছিল প্রস্তুতই। কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় সিডনির আকাশ। বেরসিক বৃষ্টিতে তৃতীয় দিনে মাঠে গড়ায়নি এক বলও। তাতেই বাড়ে খাজার অপেক্ষা। চর্তুথ দিনে এসে অজি অধিনায়ক প্যাট কামিন্স করে দেন ইনিংস ঘোষণা। ফলে, কাছে গিয়েও ডাবল সেঞ্চুরির মাইলফলকটা ছুঁতে পারেননি খাজা।
সিডনি টেস্টের চর্তুথ দিনে অবশ্য একটা সেশনের পুরোটা গেছে বৃষ্টির পেটে। বাকি দুই সেশনে ব্যাট করে রীতিমতো বিপাকে পড়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। খাজার আক্ষেপের দিনে প্রোটিয়ারা ৬ উইকেট হারিয়ে তুলতে পেরেছে ১৫৯ রান। পিছিয়ে ৩২৬। ফলো অনের শঙ্কায় পড়া প্রোটিয়ারা যেখানে ব্যাকফুটে, সেখানে পঞ্চম দিনে অপেক্ষা করছে তাই নাটকীয়তাই।
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে করা ৪৭৫ রানের জবাবে, ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে রীতিমতো ধুঁকছে প্রোটিয়ারা। বোর্ডে পঞ্চাশ পার করার আগেই সফরকারীরা হারায় ডিন এলগার (১৫), সারেল এরওয়া (১৮) ও হেনরিখ ক্লাসেনের (২) উইকেট। চর্তুথ উইকেট জুটিতে দলের হাল ধরেন টেম্বা বাভুমা ও খায়া জন্ডো। তবে এই জুটিকেও বেশিদূর এগুতে দেয়নি অজি পেসার জস হ্যাজেলউড।
৩৫ রান করা টেম্বাকে ফিরিয়ে প্রোটিয়াদের ফেলে দেন ব্যাকফুটে। এরপর খায়ার সঙ্গে দলের হাল ধরার চেষ্টা করেন কাইল ভেরেনে। তবে, চর্তুথ দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগ মূহুর্তে দু'জনই বিলিয়ে আসেন উইকেট। খায়া জন্ডো ৩৯ ও ভেরেনে করেন ১৯ রান।
এরপর মার্কো জেনসেনকে নিয়ে দিনের বাকিটা পার করেন হার্মার। দিন শেষ করার আগে ৬ উইকেট হারিয়ে প্রোটিয়ারা সংগ্রহ করে ১৫৯ রান। অজিদের পক্ষে প্যাট কামিন্স নেন ৩টি উইকেট। জশ হ্যাজেলউডের শিকার ২টি উইকেট।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: