ঢাকা | শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শতক হাঁকিয়ে বছর শুরু কোহলির

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩ ০৫:০৪

শতক হাঁকালেন ভিরাট কোহলি। গেটি ইমেজ শতক হাঁকালেন ভিরাট কোহলি। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ গোয়াহাটিতে শুরু হয়েছে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টি-টোয়েন্টি সিরিজ জিতে ফুরফুরে মেজাজে থাকা ভারত, প্রথম ওয়ানডেতে করেছে রান উৎসব। বছরের প্রথম ম্যাচ খেলতে নেমেই শতক এসেছে ভারতীয় তারকা ভিরাট কোহলির ব্যাট থেকে। তাতেই আগে ব্যাট করা ভারত ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৩৭৩ রানের পাহাড়।

গোয়াহাটিতে এদিন টস জিতে ব্যাট করতে নামা ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার শুভমান গিল ও অধিনায়ক রোহিত শর্মা। উদ্বোধনী জুটিতে দু'জন গড়েন অবিচ্ছিন্ন শতরানের জোট। হাফ সেঞ্চুরি তুলে নেন দু'জনই। শুরু থেকেই আগ্রাসী ব্যাট করতে থাকা গিল ফিরলে ভাঙে ১৪৩ রানের উদ্বোধনী জোট।

ফেরার আগে গিল খেলেন ১১ চারে ৬০ বলে ৭০ রানের ইনিংস। এরপর বিরাট কোহলিকে নিয়ে দলকে বড় সংগ্রহের পথে রাখেন অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই দারুণ ব্যাট করতে থাকা এই ভারতীয় ওপেনার পেয়ে যেতে পারতেন বছরে নিজের প্রথম শতকটাও। তবে, মাত্র ১৭ রানের জন্য করেন সেই সুযোগ মিস।

মাধুশাঙ্কার শিকার হয়ে ফেরার আগে খেলেন ৯ চার ও ৩ ছক্কায় ৬৮ বলে ৮৩ রানের ইনিংস। এরপর নেমেই দ্রুত রান তুলতে থাকেন শ্রেয়াস আইয়ার। অন্যপ্রান্তে হাফ সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলি। ২৪ বলে ২৮ রানে ফিরেন আইয়ার। আইয়ার ফিরলেও থেমে থাকেনি ভারতের রানের চাকা।

রাহুলকে নিয়ে বিরাট কোহলি দলকে রাখেন রান পাহাড়ের দিকে৷ দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট। ২৯ বলে ৩৯ রান করে রাহুল ফিরলে ভাঙে এই জুটি। এরপর রীতিমতো ঝড় তোলেন কোহলি। তাতেই রান পাহাড়ে চড়ে ভারত।

ইনিংসের ৪৭তম ওভারে রাজিথার বলে সিঙ্গেল নিয়ে কোহলি পূর্ণ করেন ওয়ানডে ক্রিকেটে নিজের ৪৫ নম্বর, সবমিলিয়ে ৭৩ নম্বর শতকের৷ সেই সাথে কিংবদন্তি শচিন টেন্ডুলকরের রেকর্ডেও বসিয়েছেন ভাগ। ১৬৪ ম্যাচে ঘরের মাঠে ২০ ওয়ানডে সেঞ্চুরি রয়েছে শচিনের নামের পাশে। যেখানে ১০২ ম্যাচে কোহলি স্পর্শ করলেন সেই রেকর্ডটি।

শেষ পর্যন্ত কোহলি ঝড় থামে ইনিংসের ৪৯তম ওভারে। ফেরার আগে ১২ চার ও ১ ছক্কায় খেলেন ৮৭ বলে ১১৩ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ৩৭৩ রান।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷