ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

ভারত সফরের দল ঘোষণা অজিদের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৩ ২২:১০

প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন মারফি। ফাইল ছবি প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন মারফি। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ আগামী মাসেই ভারত সফরে আসছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। সফরে স্বাগতিক ভারতের বিপক্ষে চারটি টেস্টের পাশাপাশি তিনটি ওয়ানডেও খেলবে অজিরা। আসন্ন এই সফরের টেস্ট সিরিজের জন্য এবার ১৮ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানেই আছে এই দু'দল। তাই আসন্ন এই সিরিজটি দু'দলের জন্যই হতে যাচ্ছে সমান গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান পয়েন্ট টেবিলে যেখানে শীর্ষে অজিরা, সেখানে দুইয়ে অবস্থান করছে রোহিত শর্মার দল।

উপমহাদেশের কন্ডিশন মাথায় রেখেই ভারত সফরের দল অজিরা দিয়েছে স্পিনারদের প্রাধান্য। যেখানে অভিজ্ঞ নাথান লায়নের সঙ্গে দলে রয়েছেন প্রথমবার ডাক পাওয়া স্পিনার টড মারফি। এছাড়া দলে রয়েছেন মিচেল সুইপসন ও অ্যাশটন অ্যাগারও। প্রোটিয়া সফরে চোট পাওয়া মিচেল স্টার্ক ও ক্যামেরুন গ্রিনও রয়েছেন ভারত সফরের দলে। অবশ্য সিরিজের প্রথম টেস্টে খেলা হচ্ছে না স্টার্কের।

দল ঘোষণার পর প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, 'এই ভারত সফর আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপের ফাইনালে নামার আগে নিজেদের বুঝে নেওয়া যাবে। ভারতকে হারিয়ে নিজেদের শক্তি আরও বৃদ্ধি করাই টার্গেট। ভারতের মাটিতে ওরাই ফেভারিট। ফলে, এই সিরিজে ভালো একটা লড়াই দেখা যাবে।'

আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুর টেস্ট দিয়ে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার বোর্ডার-গাভাস্কার ট্রফি। পরের তিন টেস্ট যথাক্রমে দিল্লি, ধর্মশালা ও আহমেদাবাদে। 

ভারত সফরের জন্য অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাশটন অ্যাগার, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, নাথান লায়ন, ল্যান্স মরিস, টড মারফি, ম্যাথু রেনশ, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুইপসন ও ডেভিড ওয়ার্নার।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷