সিরিজ জয় এবং সুপার লীগের টেবিল টপার
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৩ ০০:০৮

নিউজ ডেস্কঃ ৩-ম্যাচ ওয়ানডে সিরিজের ২য় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ মাঠে নামবে পাকিস্তান। করাচিতে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। সিরিজের ১ম ওয়ানডেতে ব্ল্যাকক্যাপসদের ৬ উইকেটে হারিয়ে ইতিমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকরা।
আজ জিতলেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে বাবর আজমদের আর সেই সাথে ২০২০-২৩ আইসিসি বিশ্বকাপ সুপার লীগের শীর্ষস্থানে উঠে আসবে তারা। ১৩০ পয়েন্ট নিয়ে যৌথভাবে ২য় স্থানে রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। ১৩৯ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিল টপারে রয়েছে ভারত।
সুতরাং নিশ্চিতভাবেই আজকের জয়ী দল উঠে আসবে সুপার লীগের এক নম্বরে। ওয়ানডেতে নিজেদের শেষ ৯টি ম্যাচ জিতে অপ্রতিরোদ্ধ স্বাগতিক পাকিস্তান। আজকে জিতলেই টানা ৪ ওয়ানডে সিরিজ জেতা হবে তাদের আর পুরস্কারস্বরুপ আইসিসি সুপার লীগের টেবিল টপার তো থাকছেই।
- নট আউট/ডব্লিউআর।
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: