ফিলিপসের ব্যাটে কিউইদের ‘১৪’ বছর অপেক্ষার অবসান
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩ ২১:২৪

নট আউট ডেস্কঃ এর আগে ২০০৮ সালে সবশেষ উপমহাদেশে ওয়ানডে সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। এরপর পেরিয়েছে দীর্ঘ ১৪ বছর, উপমহাদেশে এসে প্রতিবারই ফিরতে হয়েছে খালি হাতে। অবশেষে দীর্ঘ এই অপেক্ষার অবসান হলো কেন উইলিয়ামসনদের। ২০০৮ সালে বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ জেতার পর, ২০২৩ সালে পাকিস্তান সফরে এসে প্রথমবার সিরিজ জিতল কিউইরা।
শুক্রবার করাচিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে গ্লেন ফিলিপসের ব্যাটে স্বাগতিক পাকিস্তানকে কিউইরা হারিয়েছে ২ উইকেটে। এদিন আগে ব্যাট করে, ফখর জামানের সেঞ্চুরিতে ২৮০ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাব দিতে নেমে দলীয় দুইশ পার করতেই ৬ উইকেট হারিয়ে কিউইরা হারতে বসে ম্যাচ।
শেষ দিকে গ্লেন ফিলিপসের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে ভর করে ১১ বল ও দুই উইকেট হাতে রেখে জয় পায় কিউইরা। এ জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিয়েছে কেন উইলিয়ামসনের দল।
পাকিস্তানের করা ২৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪৩ রানের মাথায় ওপেনার ফিল অ্যালেনের উইকেট হারায় কিউইরা। ৪ চারে ২৫ বলে ২৫ রান করে রান আউটে কাটা পড়েন এই ওপেনার। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে জুটি গড়েন আরেক ওপেনার ডেভন কনওয়ে। দ্বিতীয় উইকেট জুটিতে এই দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট।
হাফ সেঞ্চুরি তুলে নেন কনওয়ে। তবে, হাফ সেঞ্চুরির পর বেশিক্ষণ স্থায়ী হয়নি এই ওপেনারের ইনিংস। ৫ চার ও ১ ছক্কায় ফিরেন ৬৫ বলে ৫২ রান করে। তৃতীয় উইকেটে ড্যারিল মিচেলকে নিয়ে দলকে কক্ষপথে রাখেন অধিনায়ক কেন উইলিয়ামসন। কিউই কাপ্তান তুলে নেন হাফ সেঞ্চুরি। ৩১ রান করা ড্যারিল মিচেলকে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচে ফেরান সালমান আগা।
অন্যদিকে হাফ সেঞ্চুরি তুলে নেওয়া উইলিয়ামসন কাটা পড়েন রান আউটে। মিচেল ব্রেসওয়েল, টম ল্যাথামরা দ্রুতই ফিরলে বিপাকে পড়ে কিউইরা। এরপর একা হাতে সফরকারীদের হাল ধরেন গ্লেন ফিলিপস। তাকে সঙ্গ দেন মিচেল স্যান্টনার। সপ্তম উইকেট জুটিতে এই দু'জনের ব্যাটে ম্যাচে ফিরে নিউজিল্যান্ড। দু'জন মিলে গড়েন অবিচ্ছিন্ন পঞ্চাশোর্ধ রানের জোট।
পাকিস্তান বোলারদের রীতিমতো শাসন করেই হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ফিলিপস। তাতেই হারতে বসা ম্যাচের নিয়ন্ত্রণ নেয় কিউইরা৷ দলকে জয়ের সুবাস পাইতে স্যান্টনার ফিরলেও, ফিলিপসের ব্যাটে ভর করে দুই উইকেটের জয় তুলে নেয় নিউজিল্যান্ড।
৪টি করে চার ও ছক্কায় ৪২ বলে সিরিজ জেতানো অপরাজিত ৬৩ রানের ইনিংস খেলেন গ্লেন ফিলিপস। পাকিস্তানের পক্ষে ওয়াসিম জুনিয়র ও আগা সালমান নেন ২টি করে উইকেট।
এর আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৮০ রান সংগ্রহ করে স্বাগতিক পাকিস্তান। ১০ চার ও ১ ছক্কায় পাক ওপেনার ফখর জামান ১২০ বলে খেলেন ১০১ রানের ইনিংস। এছাড়া মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ৭৭ রান। আগা সালমান করেন ৪৫ রান৷ কিউইদের ৩টি উইকেট নেন টিম সাউদি। লুকি ফার্গুসনের শিকার ২টি উইকেট।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: