বাদ পড়লেন নবি, দল ঘোষণা আফগানিস্তানের
প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৭:৩৩

নট আউট ডেস্কঃ সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব ছেড়েছিলেন তারকা ক্রিকেটার মোহাম্মদ নবি। তবে, অধিনায়কত্ব ছাড়লেও চালিয়ে যাবেন আন্তর্জাতিক ক্রিকেট। কিন্তু এবার তাকে ছাড়াই আসন্ন আরব আমিরাত সফরের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নবি ছাড়াও বাদ পড়েছেন একাধিক ক্রিকেটার।
তৃতীয় মেয়াদে আফগানদের টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিয়েছেন রশিদ খান। এই তারকা ক্রিকেটারকে অধিনায়ক করেই আজ (বুধবার) ১৮ জনের দল ঘোষণা করেছে দেশটি। যেখানে রয়েছে একাধিক নতুন মুখ। দলে ফিরেছেন একাধিক অভিজ্ঞ ক্রিকেটারও।
নবি ছাড়াও আসন্ন এই সফরে বাদ পড়া ক্রিকেটারদের তালিকায় আছেন কায়েস আহমেদ, দারভিশ রাসুলি, মোহাম্মদ সেলিম ও উসমান গনিরা। এদিকে অভিষেকের অপেক্ষায় থাকা জহির খান ও রহমত শাহ ডাক পেয়েছেন এই সফরে।
এদিকে চলমান বিপিএলে ফরচুন বরিশালের জার্সিতে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্মেন্স করে দলে ফিরেছেন অলরাউন্ডার করিম জানাত। এছাড়াও দলে ফিরেছেন আফসার জাজাই, নুর আহমেদ ও নিজাত মাসুদরা।
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে আগামী শনি ও রোববার অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি।
আফগানিস্তান স্কোয়াড: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ আহমেদ, ফজল-হক ফারুকি, গুলবাদিন নাইব, হযরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নাভিন-উল-হক, নিজাত মাসুদ, নুর আহমেদ, রহমত শাহ, শরাফউদ্দিন আশরাফ ও জহির খান।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: