ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

লায়নের স্পিনে লড়াইয়ে ফিরল অস্ট্রেলিয়া

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ০৮:০৭

নাথান লায়ন একাই নেন ৫ উইকেট। গেটি ইমেজ নাথান লায়ন একাই নেন ৫ উইকেট। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ জমে উঠেছে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। দিল্লিতে দ্বিতীয় দিন শেষে এগিয়ে সফরকারী অস্ট্রেলিয়া। বোলারদের নৈপুণ্য পাওয়া এক রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষ করার আগে, ১ উইকেট হারিয়ে ৬১ রান তুলেছে অজিরা।

২১ রান নিয়ে দিন শুরু করা ভারত নাথান লায়নের তোপে সাত সকালেই হারায় টপ অর্ডারের রান ব্যাটারকে। দলীয় ৪৬ রানের মাথায় ১৭ রান করা ওপেনার লোকেশ রাহুলের উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগে ফিরেন শততম টেস্ট খেলতে নামা চেতেশ্বর পুজারা। অধিনায়ক রোহিত শর্মা ফিরেন ব্যক্তিগত ৩২ রান করে। শ্রেয়াস আইয়ার করেন ৪ রান৷ এই চার জনকেই ফেরান অজি স্পিনার নাথান লায়ন। 

পঞ্চম উইকেট জুটিতে ভারতের হাল ধরেন বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা। এই দু'জনের ব্যাটে দলীয় একশ পার করে ভারত। ২৬ রান করা জাদেজা ফেরার পর, কোহলিও ফিরে যান ৪৪ রান করে। এরপর ৬ রান করা বারতকে ফিরিয়ে ইনিংসে নিজের ফাইপার পূর্ণ করেন লায়ন। দলীয় দেড় শ পার করার আগেই ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত।

৮ম উইকেট জুটিতে দলের হাল ধরেন রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল। দু'জন মিলে দলকে রাখেন লড়াইয়ে। গড়েন অবিচ্ছিন্ন শতাধিক রানের জোট। হাফ সেঞ্চুরি তুলে নেন প্যাটেল। একটা সময় এই দু'জনের ব্যাটে লিড নেওয়ার পথে হাঁটে স্বাগতিকরা। তবে, ৯ রানের ব্যবধানে শেষ তিন উইকেট হারিয়ে লিড নেওয়া হয়নি ভারতের। শেষ পর্যন্ত অজিদের ২৬৩ রানের জবাবে ভারত থামে ২৬২ রানে।

ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেন অক্ষর প্যাটেল। এছাড়া অশ্বিনের ব্যাট থেকে আসে ৩৭ রান। অস্ট্রেলিয়ার পক্ষে পাঁচটি উইকেট নেন নাথান লায়ন। ম্যাথু কুহ্নমেন ও মারফি নেন দুইটি করে উইকেট। 

১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার উসমান খাজার উইকেট হারায় অজিরা। এরপর ট্রাভিস হেডকে নিয়ে দিনের বাকিটা কাটিয়ে দেন মার্নাস ল্যাবুশেন। দিন শেষ করার আগে সফরকারী বোর্ডে তুলেছে ৬১ রান। হেড ৩৯ ও ল্যাবুশেন ১৬ রানে অপরাজিত আছেন। 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷