ওয়াসিমের বিধ্বংসী ইনিংসে উড়ে গেল আফগানরা
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৭

নট আউট ডেস্কঃ জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত হয়ে যেত সফরকারী আফগানিস্তানের। অন্যদিকে সমতা ফেরাতে জিততেই হতো স্বাগতিক আরব আমিরাতকে। এমন সমীকরণের ম্যাচে আরব আমিরাত মোহাম্মদ ওয়াসিমের বিধ্বংসী ইনিংসে রীতিমতো উড়ে গেল সফরকারী আফগানিস্তান।
দুবাইয়ে এদিন আগে ব্যাট করে, ১৩৭ রান সংগ্রহ করতে পারে রশিদ খানের আফগানিস্তান। জবাবে মোহাম্মদ ওয়াসিমের ব্যাটে আরব আমিরাত জিতে যায় হেসেখেলে। দেড়শো'র কম টার্গেট তাড়া করতে নেমে, শতকটা প্রায় পেয়েই যাচ্ছিলেন ওয়াসিম। তবে, শতক থেকে মাত্র ১০ রান দূরে থাকতেই শেষ হয় এই ওপেনারের খুনে ইনিংস। শেষ পর্যন্ত ৯ উইকেট ও ১০ বল হাতে রেখেই সিরিজে সমতা ফেরায় আরব আমিরাত।
১৩৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মোহাম্মদ ওয়াসিম ও আরবিন্দের ব্যাটে উড়ন্ত সূচনা পায় আরব আমিরাত। মাত্র ৪ ওভারে দলীয় পঞ্চাশ পেরোয় দলটি। আফগান বোলারদের পিটিয়ে মাত্র ২২ বলেই হাফ সেঞ্চুরি তুলে নেন ওয়াসিম। পাওয়ারপ্লে'র প্রথম ছয় ওভারে বিনা উইকেটে ৬৮ রান তুলে ম্যাচটা নিজেদের দিকে নিয়ে আসে দুই আরব আমিরাত ওপেনার।
হাফ সেঞ্চুরি তুলে নেওয়ার পরও থামেনি ওয়াসিমের ঝড়। ইনিংসের ১২ ওভার পার হওয়ার আগেই উদ্বোধনী জুটিতে আরব আমিরাত পেরোয় শতরানের গণ্ডি। তাতেই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করার মওকা পেয়ে যায় মোহাম্মদ ওয়াসিম। জিততে তখনও আরব আমিরাতের প্রয়োজন ছিল ১৯ রান, অন্যদিকে শতক থেকে তখন মাত্র ১০ রান দূরে ছিলেন ওয়াসিম।
এমন মূহুর্তে এসেই খেইটা হারান ওয়াসিম। করিম জানাতকে উড়িয়ে মারতে গিয়ে রশিদ খানের হাতে ক্যাচ তুলে নেন এই ইউএই ওপেনার। তাতেই নিশ্চিত শতক হাতছাড়া করেন ওয়াসিম। এই ওপেনারের বিদায়ে ভাঙে অরবিন্দের সঙ্গে ১১৯ রানের জোট। ৮ চার ও ৭ ছক্কায় ৫০ বলে ওয়াসিম করেন ৯০ রান। এরপর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে বাকি কাজটা সারেন অরবিন্দ।
২ চারে ৪৬ বলে অরবিন্দ অপরাজিত থাকেন ৩৮ রান করে। রিজওয়ান করেন ৯ রান। ৯ উইকেটের বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা।
এর আগে ব্যাট করে, নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে আফগানিস্তান। দলের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করে অপরাজিত থাকেন নাজিবুল্লাহ জাদরান। এছাড়া ওপেনার হজরতউল্লাহ জাজাই করেন ২৭ রান। আফসার জাজাইয়ের ব্যাট থেকে আসে ১৮ রান। আরব আমিরাতের পক্ষে জাওয়ার ফারিদ ও জহুর খান নেন ২টি করে উইকেট।
-নট আউট/টিএ
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: