ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

ওয়ানডে স্টাইলে টেস্ট খেলে কিউইদের হারাল ইংলিশরা

নট আউট ডেস্ক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৫৫

ইংলিশ বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি কিউইরা। গেটি ইমেজ ইংলিশ বোলারদের দাপটে দাঁড়াতেই পারেনি কিউইরা। গেটি ইমেজ

নট আউট ডেস্কঃ মাউন্ট মঙ্গানুইয়ে তৃতীয় দিনেই জয়ের সুবাস পাচ্ছিল সফরকারী ইংল্যান্ড। চর্তুথ দিনে গুটিয়ে যেতে খুব একটা সময় নেয়নি স্বাগতিক নিউজিল্যান্ড। ৩৯৪ রানের টার্গেটে টিম সাউদির দল গুটিয়ে যায় মাত্র ১২৬ রানে। ফলে, ২৬৭ রানের বড় জয়ে সিরিজে এগিয়ে গেল সফরকারীরা।

৫ উইকেটে ৬৩ রান নিয়ে চর্তুথ দিনের খেলা শুরু করা নিউজিল্যান্ড, শুরুতেই হারায় ব্রেসওয়েলের উইকেট। আগের দিনের ২৫ রানের সঙ্গে এদিন কোন রান যোগ না করেই ফিরেন তিনি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। বোর্ডে একশ রান তোলার আগেই দলটি হারায় ৯ উইকেট। 

শেষ দিকে ড্যারিল মিচেলের হাফ সেঞ্চুরিতে কিউইরা কমায় কেবল হারের ব্যবধান। শেষ পর্যন্ত ১২৬ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। ৬ চার ও ২ ছক্কায় ৫৭ রানে অপরাজিত থাকেন ড্যারিল মিচেল। ইংল্যান্ডের পক্ষে জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড নেন চারটি করে উইকেট। 

উল্লেখ্য, গত ১৫ বছরে এই প্রথম নিউজিল্যান্ডের মাটিতে কোনও টেস্ট ম্যচ জিতলো ইংল্যান্ড। এর আগে শেষবার নিউজিল্যান্ড সফরে এসে ইংলিশরা টেস্ট ম্যাচ জিতেছিলো ২০০৮ সালে।

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷