অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা ভারতের
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩ ০৫:৪৮

নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৮-সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড, বিসিসিআই। চলতি বছরে ঘরের মাঠে বিশ্বকাপকে সামনে রেখে সাজানো হয়েছে এই স্কোয়াড। দলে জায়গা পেয়েছেন পেসার জয়দেব উনাদকাত, এছাড়াও ফিরেছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল ও মিডল অর্ডার ব্যাটার শ্রেয়াস আইয়ার।
পারিবারিক সমস্যার জন্য ১ম ওয়ানডেতে ভারত পাচ্ছে না তাদের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাকে। ১ম ওয়ানডেতে ভারতীয় দলকে নেতৃত্ব দিবেন হার্দিক পান্ডিয়া। সদ্য নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন শাহবাজ আহমেদ ও রজত পাতিদার, তাদের জায়গায় দলে ফিরছেন লোকেশ রাহুল ও কেএস ভারাত।
আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ৩-ম্যাচের ওয়ানডে সিরিজ।
স্কোয়াডঃ রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, শুভমান গিল, ভিরাট কোহলি, সুরিয়াকুমার ইয়াদাব, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, কুলদীব ইয়াদাব, ওয়াশিংটন সুন্দর, যুগেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, উমরান মালিক, আক্সার প্যাটেল ও জয়দেব উনাদকাত।
নট আউট/ডব্লিউআর।
বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান
আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট
জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের
১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷

আপনার মূল্যবান মতামত দিন: