ঢাকা | বৃহঃস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

কামিন্সের সিংহাসন দখল করলেন বুড়ো অ্যান্ডারসন

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ০২:৩৩

জিমি অ্যান্ডারসন এখন বিশ্বের এক নম্বর বোলার। ফাইল ছবি জিমি অ্যান্ডারসন এখন বিশ্বের এক নম্বর বোলার। ফাইল ছবি

নট আউট ডেস্কঃ বয়সটা ৪১ ছুঁই ছুঁই। এই বয়সে এসেও লাল বল হাতে নিয়মিতই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন ইংলিশ কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসন। নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য শেষ হওয়া মাউন্ট মঙ্গানুই টেস্টে দারুণ বোলিং করেছেন জিমি। সেই ছাপ এবার পড়েছে এই ইংলিশ পেসারের র‌্যাঙ্কিংয়ে। আইসিসির টেস্টে বোলারদের তালিকায় শীর্ষে ফিরেছেন জিমি অ্যান্ডারসন।

দীর্ঘ চার বছর ধরেই টেস্টে বোলারদের সিংহাসন দখলে রেখেছিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ২৬৭ রানে জেতা টেস্টে, দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। আর তাতেই এক ধাপ উন্নতি করে প্যাট কামিন্সকে পেছনে ফেলেছে তিনি।। 

এদিকে জিমির কাছে শীর্ষস্থান খোয়ানো কামিন্সের র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে দুই ধাপ। বর্তমানে এই অজি পেসারের অবস্থান তৃতীয়। এদিকে দুইয়ে অবস্থান করছেন ভারতের তারকা ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। ৪০ বছর বয়সী অ্যান্ডারসনের বর্তমান রেটিং এখন ৮৬৬। মাত্র দুই রেটিংয়ে পিছিয়ে থাকা অশ্বিনের রেটিং পয়েন্ট এখন ৪৬৬। অন্যদিকে তিন নেমে যাওয়া কামিন্সের বর্তমান রেটিং ৮৫৮

উল্লেখ্য, টেস্ট র‌্যাঙ্কিংয়ে এ নিয়ে ষষ্ঠ বার শীর্ষস্থান দখলে নিয়েছেন অ্যান্ডারসন। এর আগে সর্বশেষ ২০১৬ সালে উঠেছিলেন বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে। ষষ্ঠ বার শীর্ষে উঠার দিনে দারুণ এক কীর্তিও গড়েছেন অ্যান্ডারসন। ১৯৩৬ সালের পর সবচেয়ে বেশি বয়সী বোলার হিসেবে শীর্ষে উঠার অন্যন্য নজির গড়লেন ৪০ বছর ২০৭ দিন বয়সী এই ইংলিশ পেসার।

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷