ঢাকা | বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

ভারত সফরের ওয়ানডে দল ঘোষণা অজিদের

নট আউট ডেস্ক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৪৬

ফাইল ছবি ফাইল ছবি

নট আউট ডেস্কঃ চলমান বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষ করেই, আগামী মাসে (মার্চে) ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে সফরকারী অস্ট্রেলিয়া। আসন্ন এই সিরিজের জন্য বৃহস্পতিবার শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। চোট কাটিয়ে অজিদের গুরুত্বপূর্ণ তিন তারকা ক্রিকেটার ফিরেছেন স্কোয়াডে।

ভারতের বিপক্ষে ঘোষিত ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়েছে চোটে কাটিয়ে ফেরা তারকা অলরাউন্ডার মিচেল মার্শ ও পেসার ঝাই রিচার্ডসনের। এছাড়া তারকা ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েলকেও রাখা হয়েছে দলে। কনুয়ের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া ডেভিড ওয়ার্নারও রয়েছেন ওয়ানডে স্কোয়াডে।

বছরের শেষ দিকে ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে ৫০ ওভারের ওয়ানডে বিশ্বকাপ। তাই এই সিরিজকে হালকা করে দেখছে না অজিরা। তাই সম্ভাব্য সব তারকা ক্রিকেটারকেই রাখা হয়েছে স্কোয়াডে। অ্যারন ফিঞ্চ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোয়, ভারত সিরিজ দিয়েই অজিদের নেতৃত্ব পাচ্ছেন পেসার প্যাট কামিন্স। 

দল ঘোষণার পর প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘বিশ্বকাপের আর মাত্র সাত মাসেরও বেশি বাকি, ভারতের এই ম্যাচগুলো আমাদের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ। গ্লেন (ম্যাক্সওয়েল), মিচেল (মার্শ) এবং ঝাইয়েরা (রিচার্ডসন) সবাই গুরুত্বপূর্ণ খেলোয়াড় যা আমরা মনে করি অক্টোবরে স্কোয়াড কেমন হতে পারে।’

মুম্বাইয়ে আগামী ১৭ মার্চ থেকে শুরু হবে স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামী ১৯ ও ২২ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ওয়ানডে। 

অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড: প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস, মার্নাস ল্যাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

 

 

-নট আউট/টিএ



আপনার মূল্যবান মতামত দিন:

এই বিভাগের জনপ্রিয় খবর

বাবরের বিশ্বরেকর্ড, রান পাহাড়ে চড়ল পাকিস্তান

আগা সালমানকে নিয়ে দিনের বাকিটা শেষ করেন বাবর আজম।

হৃদয় জিতলেন সরফরাজ, ‘ড্র’ হলো করাচি টেস্ট

জিততে হলে শেষ ১১ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ৪৯ রান, হাতে ৪ উইকেট।

‘তিন’ সেঞ্চুরিতে পাল্টা জবাব পাকিস্তানের

১১৪ রানে শফিক ফিরলে ভাঙে ইমামের সঙ্গে ২২৫ রানের জুটি৷